আমাদের আজকের আলোচনার বিষয় ইটের পিলার নির্মাণ কৌশল । শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
ইটের পিলার নির্মাণ কৌশল
পরীক্ষার নাম: ইটের পিলার নির্মাণ কৌশল।
উদ্দেশ্য: ইটের পিলার নির্মাণ কৌশল অর্জন করা।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল:
যন্ত্রপাতি মালামাল
১. কর্নি ১. ইট
২. ওলন ২. বালি
৩. মাটাম ৩. সিমেন্ট
৪. স্পিরিট লেভেল ৪. পানি
৫. কড়াই
৬. বালতি
৭. মগ
৮. বালি চালনি
৯. বাসুলি
২৫ ২৫ সেমি ইটের পিলার নির্মাণ
১. প্রথমে নিচ্ছিদ্র প্লাটফরমের উপর ১: ৬ অনুপাতে সিমেন্ট মসলা তৈরি করতে হবে।
২. পিলার তৈরির স্থানটি পরিষ্কার ও সমতল করতে হবে।
৩. ১ম স্তরে দুটি ইট হেডার মাপে পাশাপাশি বসাতে হবে।
৪. ২য় স্তরে দুটি ইট ১ম স্তরের বিপরীত অর্থাৎ স্ট্রেচার মাপে পাশাপাশি বসাতে হবে।
৫. এভাবে প্রথম স্তরের অনুরূপ বেজোড় স্তরগুলো এবং দ্বিতীয় স্তরের অনুরূপ জোড় স্তরগুলো বসাতে হবে।
ফুটিংসহ ইটের পিলার নির্মাণ:
১। ড্রইং-এর মাপ অনুযায়ী ভিত্তির পরিখা খনন করতে হবে। (দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা)
২। পরিখার তলায় মাটিকে দৃঢ়বন্ধ করার পর ১: করতে হবে। ২: ৪ অনুপাতে প্রয়োজনীয় অনুপাতে কংক্রিট চালাই
৩। ৪র্থ ফুটিং-এ সামনে ও পিছনে ৭টি করে হেডার ইট এবং দুই পাশে তিনটি করে স্ট্রেচার ইট এবং মাঝখানে একটি ১/৪ ইটের চারদিকে চারটি স্ট্রেচার ইট বসাতে হবে। (চিত্র দেখ)

৪। ৩য় ফুটিং-এ সামনে ও পিছনের খুঁটি স্ট্রেচার ও দুটি হেডার এবং দুই পাশে চারটি করে স্ট্রেচার ও মাঝে দুইটি স্ট্রেচার ইট বসাতে হবে।
৫। ২য় ফুটিং-এ সামনের পিছনে ৫টি হেডার ইট ও মাঝে একটি ইটের দুই পাশে দুইটি স্ট্রেচার ইট বসাতে হবে।
৬। ১ম ফুটিং-এ সামনের দিকে দুটি স্ট্রেচার বসায়ে অরূপ আরও ৪টি (৪x২-৮টি ইট) সারি ইট বসাতে হবে।
৭। মূল পিলারের ১ম স্তরে একদিকে একটি স্ট্রেচার ও একটি হেডার, মাঝে হেডার ও স্ট্রেচার এবং পিছনে স্ট্রেচার ও হেডার ইট বসাতে হবে।
৮। দ্বিতীয় স্তর হবে এর বিপরীতে। এভাবে প্রয়োজনীয় উচ্চতায় ইট বসাতে হবে।
সাবধানতাঃ
১। প্রতিটি স্তরে ইটের তলদেশে ৬ মিমি পুরু মসলা ব্যবহার করতে হবে এবং দুই ইটের জোড়ে কর্নি দ্বারা মসলা প্রবেশ করাতে হবে।
২। ইট বিছানোর সময় কর্নি দ্বারা মৃদু আঘাত করে এদের সঠিকভাবে সন্নিবেশ করতে হবে।
৩। স্পিরিট লেভেল ও ওলন দ্বারা খাড়া ও আনুভূমিক স্তরগুলোর তল পরীক্ষা করে এবং প্রয়োজনীয় উচ্চতায় ইট গাঁথতে হবে।
৪। মসলায় সঠিক পরিমাণে পানি প্রয়োগ করে তারল্য ঠিক রাখতে হবে।
৫। ব্যবহারের পূর্বে ইটগুলোকে পরিষ্কার করতে হবে।
৬। ব্যবহারের পূর্বে তিন ঘণ্টা ইটকে ভিজাতে হবে।
আরও দেখুনঃ