এক্সজস্ট ফ্যান | অধ্যায়-২৫ ও ২৬ | বিল্ডিং মেইনটেন্যান্স-২

আজকে আমাদের আলোচনার বিষয় – এক্সজস্ট ফ্যান যা অধ্যায়-২৫ ও ২৬ এর বিল্ডিং মেইনটেন্যান্স-২ এ অন্তভুক্ত।  শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই।তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষা ম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

এক্সজস্ট ফ্যান

এক্সজস্ট ফ্যান

কোনো স্থানের গরম বা দূষিত বাতাস বের করে দেয়ার জন্য এক্সজস্ট ফ্যান ব্যবহার করা হয়।

 

এক্সজস্ট ফ্যান
চিত্র : এক্সজস্ট-ফ্যান

এক্সজস্ট ক্যান-এর ব্যবহার ক্ষেত্র

স্বাস্থ্যসম্মত পরিবেশ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে এক্সজস্ট-ফ্যান ব্যবহার করা হয়, যেমন-

  • বাথরুম : কুয়াশাচ্ছন্ন আয়না, বাড়তি তাপ এবং দূষিত বাতাস নিষ্কাশনে।
  • রান্নাঘর : রান্নার ধোঁয়া, গন্ধ এবং তাপ বের করতে।
  • গুদামঘর : যেখানে বিভিন্ন রাসায়নিক পদার্থ সংরক্ষণ করা হয়, তাদের মাধ্যমে তৈরি বিষাক্ত গ্যাস নিষ্কাষনে।
  • প্যারাজ : গাড়ির ধোঁয়া, বিভিন্ন তেল ও গ্রিজ-এর গন্ধ বের করতে।
  • শিল্প-কারখানায় : বিভিন্ন মেশিন-এর মাধ্যমে তৈরিকৃত ধোঁয়া ও তাপ নির্গমনে।
  • চিলেকোঠা : গুমোট এবং গরম বাতাস বের করতে।

এক্সজস্ট ফ্যানের স্থাপন পদ্ধতি

 

এক্সজস্ট ফ্যান
চিত্র : বাথরুমে এক্সজস্ট ফ্যানের স্থাপন পদ্ধতি

 

এক্সজস্ট ফ্যান
চিত্র : কারখানা বা গুদামঘরে এক্সজাস্ট ফ্যানের স্থাপন পদ্ধতি

এক্সজস্ট ফ্যানের সংযোগ পদ্ধতি

 

এক্সজস্ট ফ্যান
চিত্র : এক্সজস্ট-ফ্যানের সংযোগ পদ্ধতি

অনুশীলনী – ২৫

অতি সংক্ষিপ্ত:

১। এক্সজস্ট ফ্যান কী?

সংক্ষিপ্ত:

১। এক্সজস্ট ফ্যান-এর প্রধান অংশ সমূহ কী কী?

২। এক্সজস্ট ফ্যান-এর ব্যবহারক্ষেত্রসমূহ কী কী?

রচনামূলক:

১। এক্সজস্ট ফ্যান-এর বিভিন্ন অংশ চিহ্নিত কর এবং তা বর্ণনা দাও।

২। এক্সজস্ট ফ্যান-এর ব্যবহার ক্ষেত্রসমূহ বর্ণনা কর।

পাম্প ও মোটর-এর সংজ্ঞা

পাম্প: পাম্প একটি ডিভাইস যার সাহায্যে তরল (তরল বা গ্যাস) সরাতে ব্যবহার করা হয়। কখনও কখনও যান্ত্রিক কর্ম দিয়ে তারা তরল সরাতে কাজ করে। ব্যবহার অনুযায়ী পাম্পকে তিনটি প্রধান শ্রেণিতে বিভক্ত করা যায়, যথা-

১) সরাসরি লিফট,

২) স্থানচ্যুতি এবং

৩) মাধ্যাকর্ষণ পাম্প।

 

এক্সজস্ট ফ্যান
চিত্র : পাম্প-এর গঠন

মোটর: মোটর হচ্ছে এমন একটি ডিভাইস যেটা ইলেকট্রিক এনার্জি বা বিদ্যুৎ শক্তিকে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাই বৈদ্যুতিক মোটর। আরো বলতে গেলে বৈদ্যুতিক মোটর হল এমন একটি কৌশল এবং ব্যবস্থা, যার মাধ্যমে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত হয়। মোটর সাধারণত দুই ধরনের হয়ে থাকে। যেমন:

১) এসি-মোটর

২) ডিসি মোটর

 

এক্সজস্ট ফ্যান
চিত্র : মোটর-এর গঠন

পাম্প ও মোটর-এর ব্যবহার

 

এক্সজস্ট ফ্যান
চিত্র : পাম্প মোটরের গঠন

 

এক্সজস্ট ফ্যান
চিত্র : পাম্প মোটরের ব্যবহার

ব্যাবহার:

  • মোটর পাম্পের সাহায্যে পাদি উন্ডোলদের কাজ করা হয়।

পাম্প মোটরের সার্কিট

 

এক্সজস্ট ফ্যান
চিত্র : পাম্প মোটরের সার্কিট

পাম্প মোটরের সংযোগ পদ্ধতি

 

এক্সজস্ট ফ্যান
চিত্র : পাম্প মোটরের সংযোগ পদ্ধতি

মোটর পাম্প মূলত বিদ্যু দ্বারা চালিত। উপরোক্ত সার্কিট অনুযায়ী মটর পাম্প সংযোগ হয়।

অনুশীলনী-২৬

অতি সংক্ষিপ্ত:

১। পাম্প কী?

২। মোটর কী?

৩। এসি মোটর কী?

৪। ডিসি মোটর কী?

সংক্ষিপ্ত:

১। পাম্প কত প্রকার ও কী কী?

২। মোটর কত প্রকার ও কী কী?

৩। পাম্প মোটরের সার্কিট চিত্র আঁক।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

রচনামূলক:

১। পাম্প-এর বিভিন্ন অংশের বর্ণনা দাও।

২। মোটর-এর বিভিন্ন অংশের বর্ণনা দাও।

৩। পাম্প মোটর এর বিভিন্ন অংশের বর্ণনা দাও।

আরও দেখুন :

Leave a Comment