দরজা জানালার ক্লাম্প সংযোগ | অধ্যায়-১ | সিভিল কন্সট্রাকশন ২

আজকে আমাদের আলোচনার বিষয় – দরজা জানালার ক্লাম্প সংযোগ যা অধ্যায়-১ এর সিভিল কন্সট্রাকশন ২ এ অন্তভুক্ত।  শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

দরজা জানালার ক্লাম্প সংযোগ

ক্লাম্প (Hold fast clamp)

দরজা জানালার চৌকাঠ দেওয়ালের সাথে খাড়া ও মজবুত করে আটকিয়ে রাখতে সাধারণত লোহার তৈরি ইংরেজি বর্ণ জেড বা Z এর মতো দেখতে যে পাত ব্যবহার করা হয় তাকে হোলফাস্ট ক্লাম্প, সংক্ষেপে ক্লাম্প বলে।

 

দরজা জানালার ক্লাম্প সংযোগ
চিত্র : দেওয়ালে দরজার ক্লাম্প সংযোজনের (holdfast clamp) চিত্র

 

দরজা জানালার ক্লাম্প সংযোগ
চিত্র : কোত্র ফ্রেম এবং ক্লাস্পের বিস্তারিফ করিব

দরজা জানালার চৌকাঠ দেওয়ালের সাথে তিনভাবে লাগানো যায়। যথাঃ

(ক) কাঠের তৈরি জীকড়ায় সাজাচ্চে (Ly wooden horn)

(খ) ভাঙরেল যাজের সাহায়ে (by dowel bar)

(গ) হোল্ড ফাই ক্লাস্পের সাখাদ্যে (by holdfast clamp)

ক্লাম্পের প্রকারভেদ

ক্লাস্পের অনুসারে দুই প্রকার। যথাঃ

(ক) জি (Z) টাইন

(খ) ফ্লাট বাত্র টাইল

 

দরজা জানালার ক্লাম্প সংযোগ
চিত্র: বিভিন্ন প্রকার ক্লাস্পের চিত্র

ক্লাম্পের প্রয়োজনীয়তা

১। ভালো যাদের কাঠ, গ্লাস, হিজ, লক ইন্দ্রাদি সত্বেও নিম্ন মানের ক্রাম্পের কারণে দরজা জানালা ঠিকমত কাজ করে না।

২। বর্ষাকালে যদি কাঠের ফ্রেম যা দেকাঠ বৃদ্ধি সাত ফরে তখন ফ্রাম্প দরজা, জানালা ফ্যান হতে দক্ষা করে।

৩। গ্রাঁসের প্রসারণের কারণে তা ফেলে যাওন্ত্র হতে ড্রাম্প রুক্ষা করে।

৪। প্রারণের কারণে ক্রেম সয়ে গেলে কার মধ্যে পোকা মাকড় জন্ম নিতে পারে। ভালো ক্লাশ ব্যবহারে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়।

৫। ক্রেসের সংকোচন ও প্রসারণের ফলে লক ও হিজেয় নষ্ট হওয়া হলে ক্লাম্প রক্ষা করে।

৬। দরজা আনালা দেওয়ালের সাথে আটকানোর জন্য।

৭। ধীকড়া, ভাওয়েল বার অপেক্ষা ক্লাম্প অধিকক্ষর শক্তিশালী ও দীর্ঘস্থায়ী।

৮। ফিড়ান্ন ম্যায় ক্লাম্প পঁচে নষ্ট হয় না।

ক্লাস্পের পরিমাপ

ক্লাম্প বিভিন্ন আকারের হতে পারে। পোন লোম্বর তৈরি ১৯৮০ মি ষিত ৩৮ মিমিয়ও মিষি কাজের রণম্প চৌকাঠ সংযোজনের কালে মেশি ব্যবহার হয়। তবে বর্তমানে উন্নত মানের (জিংক গ্রেটেড, স্টেইনলেস স্টিল্য ক্লাম্প ব্যবহার করা হয় যে গুলোর পুরুত্ব অনেক কম, কিন্তু স্থায়িত্ব বেশি।

নিচের টেবিলে বিভিন্ন পরিমাপ উল্লেখ করা হলো।

টেবিল : বিভিন্ন প্রকার ক্লাম্পের সাইজ বা পরিমাপ

দরজা জানালার ক্লাম্প সংযোগ

 

ক্লাম্প সংযোগের কৌশল

দরজার চৌকাঠের খাড়া কাঠদ্বয়ের প্রতি পাশে কমপক্ষে ৩টি করে ক্লাম্প লাগাতে হবে। একটি মাঝখানে এবং অন্য দুইটি যথাক্রমে ৩০০ মিমি দূরে লাগাতে হবে। জানালা এবং ভেন্টিলেটরের প্রতি পাশে দুটি করে ক্লাম্প লাগালেই যথেষ্ট। (চিত্র দ্রষ্টব্য) দেওয়ালে ক্লাম্পের সাহায্যে দুইটি পদ্ধতিতে চৌকাঠ সংযোজন করা যায়। যথা :

 

দরজা জানালার ক্লাম্প সংযোগ
চিত্র : জানালায় ক্লাম্প সংযোগের চিত্র

প্রথম পদ্ধতিঃ ক্লাম্পগুলো প্রথমে চৌকাঠের গায়ে (১০ মিমি গভীর) লাগানো হয়। তারপর চৌকাঠটিকে খাড়া করে দাঁড় করিয়ে মাপমত দেওয়ালে পূর্বে খননকৃত গর্তে (৩০x১০x১৫ সেমি) ক্লাম্প ঢুকিয়ে দিতে হয়। ক্লাম্প ঢুকানোর পর গর্তগুলো কংক্রিট (১:৩:৬ অনুপাতে, বড় এপ্রিপেট আকার ২০ মিমি) দ্বারা পূর্ণ করা হয়। পরে প্রয়োজনীয় সময় ধরে কিউরিং (পানি দিয়ে ভেজালে) করলে তা শক্ত হয়ে যাবে।

দ্বিতীয় পদ্ধতিঃ এই পদ্ধতিতে প্রথমে মাপমত দেয়ালে পর্ত করে ক্লাম্পগুলোকে ঢুকাতে হয় অথবা দেওয়াল গাঁথার সময় মাপমত স্থানে ইট না গেঁথে ফাঁকা রাখা হয়। এই ফাঁকা স্থানে ক্লাম্প ঢুকিয়ে কংক্রিন্ট দ্বারা পুরা করে জমাট বাঁধা পর্যন্ত অপেক্ষা করতে হয়। জমাট বাধার পর ক্লাম্প এর বর্ষিভাংশের সাথে চৌকাঠ ক্ষু দ্বারা খাড়া ভাবে আটকিয়ে দিতে হয়। এক্ষেত্রে গাঁথুনি ভাঙ্গার প্রয়োজন হয় না। এ পদ্ধতিতে দুইটি সুবিধা রয়েছে।

প্রশ্নমালা-১ (নমুনা প্রশ্ন)

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। ক্লাম্প কাকে বলে?

২। ক্লাম্প কত প্রকার ও কি কি?

৩। কোন কোন উপায়ে দেওয়ালের সাথে চৌকাঠের সংযোগ করা যায়?

সংক্ষিপ্ত প্রশ্ন

১। ক্লাম্পের পরিমাপ উল্লেখ কর।

২। দেওয়ালের সাথে ফ্রেমের সংযোগের জন্য ক্লাম্প কেন তুলনামূলক ভাবে ভাল?

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

রচনামূলক প্রশ্ন

১। ক্লাম্পের প্রয়োজনীয়তা বর্ণনা কর।

২। দরজা জানালাতে ক্লাম্প সংযোগের কৌশলসমূহ বিস্তারিত লেখ।

আরও দেখুন :

Leave a Comment