আজকে আমাদের আলোচনার বিষয় – কংক্রিটের কাজের মালামালের পরিমাণ যা অধ্যায়-১১, ১২ ও ১৩ এর সিভিল কন্সট্রাকশন ২ এ অন্তভুক্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৯ শিক্ষাবর্ষ হতে সকলস্তরের পাঠ্যপুস্তক বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোমলমতি শিক্ষার্থীদের আরও আগ্রহী, কৌতূহলী ও মনোযোগী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক স্তর থেকে শুরু করে ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল স্তরের পাঠ্যপুস্তকসমূহ চার রঙে উন্নীত করে আকর্ষণীয়, টেকসই ও বিনামূল্যে বিতরণ করার মহৎ উদ্যোগ গ্রহণ করেছে; যা একটি ব্যতিক্রমী প্রয়াস।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক রচিত ভোকেশনাল স্তরের ট্রেড পাঠ্যপুস্তকসমূহ সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০১৭ শিক্ষাবর্ষ থেকে সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণের দায়িত্ব গ্রহণ করে। উন্নতমানের কাগজ ও চার রঙের প্রচ্ছদ ব্যবহার করে পাঠ্যপুস্তকটি প্রকাশ করা হলো।
Table of Contents
কংক্রিটের কাজের মালামালের পরিমাণ
কংক্রিটের কাজের মালামালের পরিমাণ হিসাব করতে গেলে আমাদের কাজের পরিমাণ, সিমেন্ট কংক্রিটের অনুপাত এবং মিশ্রণের পানি সিমেন্টের অনুপাত জানতে হবে। খরি,
কাজের পরিমাণ = ১০ ঘন মিটার, সিমেন্ট কংক্রিটের অনুপাত = ১:২:৪, পানি সিমেন্টের অনুপাত = ০.৪
এক্ষেত্রে অনুপাতের সমষ্টি= ১+২+৪=৭ শুক্র আয়তন ভেজা আয়তনের ৫০% অধিক অতএব, শুষ্ক আয়তন = ১০+১০x০.৫ = ১৫ ঘন মিটার

অনুপাত অনুযায়ী নির্ধারিত কাজে খোয়ার পরিমাণ
কাজের পরিমাণ = ১০ ঘন মিটার, সিমেন্ট কংক্রিটের অনুপাত = ১:২:৪ হলে
১৫
খোয়ার পরিমাণ = ———- X 8 = ৮.৫৭ ঘন মিটার বা ৩১৭২ টি ইট (৩৭০ টি ইট প্রতি ঘন মি. খোয়া)
৭
অনুপাত অনুযায়ী নির্ধারিত কাজে বালির পরিমাণ
১৫
বালির পরিমাণ = ———- X ২ = ৪.২৮ ঘন মিটার
৭
অনুপাত অনুযায়ী নির্ধারিত কাজে সিমেন্টের পরিমাণ
১৫
সিমেন্টের পরিমাণ = ———- X ১ = ২.১৪ ঘন মিটার বা ৬৪ ব্যাগ (৩০ ব্যাগ প্রতি ঘন মিটার সিমেন্ট)
৭
নির্ধারিত কাজে ওয়াটার সিমেন্ট অনুপাত অনুযায়ী পানির পরিমাণ
পানি সিমেন্ট অনুপাত = ০.৪
অতএব,
পানি
————— = 0,8
সিমেন্ট
বা,
পানি
——————- = ০.৪ (প্রতি ব্যাগ সিমেন্ট ৫০ কেজি সিমেন্ট)
৫০ কেজি
অতএব, পানি, = ০.৪ x ৫০ = ২০ কেজি বা ২০ লিটার
প্রতি ব্যাগ সিমেন্টে পানি লাগবে ২০ লিটার।
অনুশীলনী
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। কংক্রিটের কাজে কোন কোন মালামাল লাগে তা লেখ।
২। কংক্রিটের কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর যেকোন অনুপাত লেখ।
সংক্ষিপ্ত প্রশ্ন
১। কংক্রিটের কাজে অনুপাত অনুসারে খোয়ার পরিমাণ নির্ণয় কর।
২। কংক্রিটের কাজে অনুপাত অনুসারে বালির পরিমাণ নির্ণয় কর।
৩। কংক্রিটের কাজে অনুপাত অনুসারে সিমেন্টের পরিমাণ নির্ণয় কর।
৪। কংক্রিটের কাজে ওয়াটার সিমেন্ট অনুপাত অনুসারে পানির পরিমাণ নির্ণয় কর।
রচনামূলক প্রশ্ন
১। কংক্রিটের কাজে অনুপাত অনুসারে খোয়া, বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় কর।
প্লাস্টারিং কাজের মালামালের পরিমাণ
প্লাস্টারিং কাজের মালামালের পরিমাণ হিসাব করতে পেলে আমাদের কাজের পরিমাণ, সিমেন্ট বালির অনুপাত এবং মিশ্রণের পানি সিমেন্ট অনুপাত জানতে হবে। ধরি,
কাজের পরিমাণ ১০ বর্গ মিটার দেওয়ালের ১২ মিলি মিটার পুরু প্লাস্টার
সিমেন্ট বালির অনুপাত= ১:৪।
পানি সিমেন্টের অনুপাত = ০.৪।
এক্ষেত্রে অনুপাতের সমষ্টি- ১৮৬-৭ এবং পুরুত্ব ১২ মিমি বা ০.০১২ মিটার।
অতএব, ১০ বর্গমিটারে বালি ও সিমেন্টের পরিমাণ বা আয়তন ১০x০.০১২ = ০.১২ ঘনমিটার
শুষ্ক মসলার আয়তন ভেজা আয়তনের ৬০% অধিক অতএব,
শুষ্ক মসলার আয়তন = ০.১২৪১.৬ = ০.১৯২ ঘন মিটার।

অনুপাত অনুযায়ী নির্ধারিত কাজে সিমেন্টের পরিমাণ
০.১৯২
সিমেন্টের পরিমাণ = —————- x ১ = ০.০২৪ ঘন মিটার বা ০.৮২ ব্যাগ (৩০ ব্যাগ প্রতি ঘন মিটার সিমেন্ট)
৭
অনুপাত অনুযায়ী নির্ধারিত কাজে বালির পরিমাণ
০.১৯২
বালির পরিমাণ = —————- x ৬ = ০.১৬ ঘন মিটার
৭
নির্ধারিত কাজে ওয়াটার সিমেন্ট অনুপাত অনুযায়ী পানির পরিমাণ
পানি সিমেন্ট অনুপাত = ০.৪ অর্থাৎ
অতএব,
পানি
————— = 0.8
সিমেন্ট
বা,
পানি
——————- = ০.৪ (প্রতি ব্যাগ সিমেন্ট ৫০ কেজি সিমেন্ট)
৫০ কেজি
অতএব, পানি, = ০.৪ x ৫০ = ২০ কেজি বা ২০ লিটার
১ ব্যাগ সিমেন্টে পানি লাগবে ২০ লিটার।
অতএব, ০.৮২ ব্যাগ সিমেন্টে পানির পরিমাণ = ২০x০.৮২=১৬.৪০ কেজি বা ১৬.৪ লিটার।

অনুশীলনী
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। প্লাস্টারিং কাজে প্রয়োজনীয় মালামালের নাম উল্লেখ কর।
সংক্ষিপ্ত প্রশ্ন
১। প্লাস্টারিং কাজে অনুপাত অনুসারে সিমেন্টের পরিমাণ নির্ণয় কর।
২। প্লাস্টারিং কাজে অনুপাত অনুসারে বালির পরিমাণ নির্ণয় কর।
৩। প্লাস্টারিং কাজে ওয়াটার সিমেন্ট অনুপাত অনুযায়ী পানির পরিমাণ নির্ণয় কর।
রচনামূলক প্রশ্ন
১। প্রাস্টারের কাজে অনুপাত অনুসারে সিমেন্ট ও বালি পরিমাণ নির্ণয় কর।
চুনকামের কাজের মালামালের পরিমাণ
চুনকামের কাজের মালামালের পরিমাণ হিসাব করতে গেলে আমাদের কাজের পরিমাণ, চুনকামের কভারেজ বা সম্প্রসারিত ক্ষেত্রফল জানতে হবে। ধরি, কাজের পরিমাণ ৩৭৫ বর্গ মিটার।
মনে রাখতে হবে,
১০০ বর্গ মিটারে
৩০ কেজি পাথুরে চুন + কলিচুন লাগে।
গাস/আঠা = ০.১৫ কেজি
নীল রঙ = ০.১৫ কেজি
পানি = ৫ X চুনের পরিমাণ (লিটার)

নির্ধারিত কাজে চুনের পরিমাণ
৩০
চুনের পরিমাণ = —————- X ৩৭৫ = ১১২.৫ কেজি (১০০ বর্গ মিটারে ৩০ কেজি)
১০০
নির্ধারিত কাজে গামের পরিমাণ
০.১৫
গামের পরিমাণ = —————- X ৩৭৫ = ০.৫৬২ কেজি
১০০
(প্রতি ১০০ বর্গ মিটারে গাম/আঠা = ০.১৫ কেজি)
নির্ধারিত কাজে নীলের পরিমাণ
০.১৫
নীলের পরিমাণ = —————- X ৩৭৫ = ০.৫৬২ কেজি
১০০
(প্রতি ১০০ বর্গ মিটারে নীল = ০.১৫ কেজি)
অনুশীলনী
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। চুন কামের কাজে প্রয়োজনীয় মালামালের তালিকা প্রস্তুত কর।
সংক্ষিপ্ত প্রশ্ন
১। চুনকাম কাজে চুনের পরিমাণ নির্ণয় কর?
২। চুনকাম কাজে গামের পরিমাণ নির্ণয় কর?
৩। চুনকাম কাজে নীলের পরিমাণ নির্ণয় কর?
রচনামূলক প্রশ্ন
১। চুনকাম কাজে চুন, গাম ও নীলের পরিমাণ নির্ণয় কর?
আরও দেখুন :