আজকে আমাদের আলোচনার বিষয় – সিভিল কন্সট্রাকশনের স্নো সেম যা অধ্যায়-৯ এর সিভিল কন্সট্রাকশন ২ এ অন্তভুক্ত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৯ শিক্ষাবর্ষ হতে সকলস্তরের পাঠ্যপুস্তক বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোমলমতি শিক্ষার্থীদের আরও আগ্রহী, কৌতূহলী ও মনোযোগী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক স্তর থেকে শুরু করে ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল স্তরের পাঠ্যপুস্তকসমূহ চার রঙে উন্নীত করে আকর্ষণীয়, টেকসই ও বিনামূল্যে বিতরণ করার মহৎ উদ্যোগ গ্রহণ করেছে; যা একটি ব্যতিক্রমী প্রয়াস।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক রচিত ভোকেশনাল স্তরের ট্রেড পাঠ্যপুস্তকসমূহ সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০১৭ শিক্ষাবর্ষ থেকে সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণের দায়িত্ব গ্রহণ করে। উন্নতমানের কাগজ ও চার রঙের প্রচ্ছদ ব্যবহার করে পাঠ্যপুস্তকটি প্রকাশ করা হলো।
Table of Contents
সিভিল কন্সট্রাকশনের স্নো সেম
স্নো-সেম
স্লো-সেম হলো সিমেন্ট পেইন্টের বাণিজ্যিক নাম। সিমেন্ট পেইন্ট হলো পানি ভিত্তিক পেইন্ট এবং এটি বাড়ির বাইরের পাত্রতলে ব্যবহার করা হয়। এটি সিমেন্টের সাথে বিভিন্ন পিগমেন্টের সমন্বয়ে তৈরি এবং এটি নতুন কংক্রিটের গাত্রতলের জন্য অনেক ভালো।

ব্যবহার বৈশিষ্ট্য
- উচ্চমাত্রায় পানিরোধক।
- প্রাইমারের প্রয়োজন নাই।
- খারাপ আবহাওয়াতেও প্রযোজ্য।
গাত্রতল প্রস্তুতপ্রণালী
- গাত্রতলে মর্টার, ধুলাবালি, গ্রিজ এবং অন্যান্য উপাদান ব্রাশ ও ধৌতকরণের মাধ্যমে পরিষ্কার করতে হবে।
- প্লাস্টারে ক্ষত থাকলে তা ঠিক করতে হবে এবং গাত্রতলকে সম্পূর্ণভাবে ভিজিয়ে এক কোট পানিনিরধি সিমেন্ট পেইন্ট ক্ষত গাত্রতলে লাগাতে হবে।
- গাত্রতল পরিষ্কার করতে হবে সকল হোয়াইট ওয়াশ পরিষ্কার করে এবং পূর্বে হোয়াইট ওয়াশ ও কালার ওয়াশ করা হয়েছে এরকম
- গাত্রতলে পানিপ্রতিরোধী সিমেন্ট পেইন্ট প্রয়োগ করতে হয়।
মিশ্রণের কার্যপ্রণালী
প্রথম ধাপঃ সিমেন্ট পেইন্টের প্রথম ধাপের দুইটি অংশ। একটি অংশ হলো পানি ছিটানো ও ৫ মিনিট অপেক্ষা করা। পানির সাথে সিমেন্ট পেইন্ট মিশ্রণ করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত এবং বিপরীতভাবে করা উচিত নয়।
দ্বিতীয় ধাপঃ দ্বিতীয় ধাপটি হলো এক অংশ পানি মিশ্রণ করা এবং স্থায়িত্ব না আসা পর্যন্ত ভালোভাবে নাড়ানো।
প্রয়োগ পদ্ধতি
- গাত্রতল প্রস্তুতের পর রঙের কাজ শুরু করতে হবে।
- মিশ্রণের ১ ঘণ্টার মধ্যে সিমেন্ট পেইন্ট ব্যবহার করতে হবে নতুবা মিশ্রণ জমে পুরু হয়ে যাবে।
- সিমেন্ট পেইন্ট প্রয়োগ করার পূর্বে সিমেন্ট বা কংক্রিটের গাত্রতল ভালোভাবে পানিতে ভিজাতে হবে যাতে পেইন্ট প্রয়োগের ক্ষেত্রে যথাযথ আর্দ্রতা থাকে।
- রঙ করার সময় গাত্রতল আর্দ্র হতে হবে- ভেজা নয়।
- পরিষ্কার ও ভেজা গাত্রতলে ব্রাশ বা স্প্রে মেশিনের সাহায্যে সলিউশন প্রয়োগ করতে হবে।
- প্রয়োগের সময় সলিউশন ভালো করে নাড়াতে হবে।
- বিল্ডিং-এর ছায়াযুক্ত গাত্রতলে সলিউশন প্রয়োগ করতে হবে কারণ সরাসরি সূর্যের তাপ থেকে গাত্রতলকে রক্ষা করতে হবে।
পরিপূর্ণ গাত্রতলে পানি দিতে হবে। - প্রথম কোট লাগানোর কমপক্ষে ২৪ ঘণ্টা পরে দ্বিতীয় কোট লাগাতে হবে।
- যে গাত্রতলে পূর্বে হোয়াইট ওয়াশ, কালার ওয়াশ, ডিসটেম্পার, শুষ্ক বা তৈলাক্ত ডিসটেম্পার, ভার্নিশ করা হয়েছে সেখানে পানিপ্রতিরোধী সিমেন্ট পেইন্ট প্রয়োগ করা উচিত নয়।
- এটি জিপসাম, কাঠ বা ধাতুর গাত্রতলে ব্যবহার করা উচিত নয়।
- বিশেষ অবস্থায় দুই বা ততোধিক পানি প্রতিরোধী সিমেন্ট ব্যবহারের পর এক কোট সিমেন্ট প্রাইমার ব্যবহার করা যেতে পারে।
অনুশীলনী
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। স্নো- সেম কি?
২। স্নো- সেমের ব্যবহার বৈশিষ্ট্য কি?

সংক্ষিপ্ত প্রশ্ন
১। স্নো- সেমের গাত্রতল প্রস্তুতপ্রণালী উল্লেখ কর।
২। স্লো- সেম মিশ্রণের কার্যপ্রণালী লেখ।
রচনামূলক প্রশ্ন
১। স্লো- সেমের প্রয়োগ পদ্ধতি বর্ননা কর।
আরও দেখুন :