প্যাচ বিশিষ্ট পাইপ সংযোজন | Construction Process 2

প্যাচ বিশিষ্ট পাইপ সংযোজন আজেকর ক্লাসের বিষয়। প্যাচ বিশিষ্ট পাইপ সংযোজন ক্লাসটি কন্সট্রাকশন প্রসেস কোর্সের অংশ। কন্সট্রাকশন প্রসেস কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলোজির অংশ।

 

প্যাচ বিশিষ্ট পাইপ সংযোজন

পাইপের ফিটিং বা সংযোজন কাজে বিভিন্ন রকম যন্ত্রাংশ ব্যবহার করা হয়। পাইপ দিয়ে সেচ কাজ এবং বাসা-বাড়ি, অফিস, শিল্পকারখানা ইত্যাদিতে পানি সরবরাহ লাইনে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ বা কানেক্টর লাগানো থাকে, এ গুলোকে এক কথায় পাইপ ফিটিংস বলে। পাইপ ফিটিংস প্রধানত দুই প্রকার যেমন-
১. পাইপ সংযোগকারী ফিটিংস।
২. পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিংস।

 

পাইপ সংযোগকারী ফিটিংস : 

সেচ কাজে এবং বাসা-বাড়ি, অফিস, শিল্প-কারখানা ইত্যাদিতে পানি সরবরাহ পাইপ সংযোজনের ক্ষেত্রে যে সব যন্ত্রাংশ বা কানেক্টর ব্যবহার করা হয় তাদেরকে একত্রে পাইপ সংযোগকারী ফিটিংস বলে। পাইপ সংযোগকারী ফিটিংসসমূহের নাম চিত্রসহ নিচে উল্লেখ করা হলো :

১. প্লেইন সফেট (Socket)
২. রিডিউসিং সকেট (Reducing Socket)
৩. সুসম টি-সকেট (T Socket)
৪. অসম টি- সকেট (T Socket)
৫. ক্রস সকেট (Cross Socket)
৬. এলবো সকেট (Elbow Socket)
৭. ইউনিয়ন সকেট (Union Socket)
৮. নিপল (Nipple)
৯. বেন্ড (Bend)
১০.ফ্লেঞ্জ (Flange)
১১. প্লাগ (Plug)

 

প্যাচ বিশিষ্ট পাইপ

পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিংস :
সেচ কাজে এবং বাসা-বাড়ি, আলি, শিল্প-কারখানা ইত্যাদিতে পানি সরবরাহ লাইনে পানির প্রবাহ নিম্ননের জন্য যে সব যন্ত্রাংশ বা কানেক্টর ব্যবহার করা হয় তাদেরকে একত্রে পানির প্রবাহ নিয়ন্ত্রণকারী ফিটিংস বলে।

নিজে পানির প্রবাহ নিয়ন্ত্রনকারী ফিটিংসসমূহের নাম দেওয়া হলো-
১. ওয়াটার ট্যাপ।
২. স্টপ কর।
৩. বল কক্‌ বা ফ্লোট ও ভালভ
৪. চেক ভা
৫. পেট ভালভ
৬. ফুট ভালভ

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পাইপ কাটা ও পাইপ ফিটিং-এ সাবধানতা

১. পাইপ ফিটিংসের কাজে যথেষ্ট সাবধানতার প্রয়োজন রয়েছে। পাইপ কাটার সময় যেমন সঠিক সাবধানতা পালন করতে হয়, তেমনি পাইপে থ্রেড কাটার সময় যাবতীয় সাবধানতা অবলম্বন করতে হয়।

২. সঠিক মাপের ডাই নির্বাচন, সঠিকভাবে পাইপকে ভাইসে বাঁধা, কাটিং ফ্লুইড প্রয়োগ, মেটাল চিপস্‌ অপসারণ, ইত্যাদি সকল কাজ করতে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন।

৩. সংযোজন কালে পাইপের প্যাঁচে সুভা, পাট ইত্যাদি পেঁচানো, সিলিং কম্পাউন্ড প্রয়োগ ইত্যাদি কাজগুলো যত্নের সাথে করতে হয় ।

৪. পাইপের জোড়ের স্থলে টাইট দেওয়ার সময় সঠিক পরিমাণে টাইট দেওয়া প্রয়োজন।

৫. পাইপ সংযোজন বা কিটিং-এর কাজে সব সময় উভয় হাতে মোটা কাপড়, রাবার বা চামড়ার দস্তানা বা গ্র্যান্ডস্ ব্যবহার করতে হবে।

৬. পানি, গ্যাস বা তেলের পাইপ লাইনে কাজ করতে হলে লাইনের প্রবাহ বন্ধ করে কাজ করতে হবে।

৭. জোড়ার স্থানে যথোপযুক্ত সিলিং কম্পাউন্ড বা সিল্যান্ট ব্যবহার করে জোড়কে নিক প্রুফ করতে হবে ।

৮. কোনো জোড় বা সংযোগ স্থলে সকেট বা পাইপকে অতিরিক্ত টাইট দেওয়া যাবে না। এতে পাইপের প্রেড কেটে যেতে পারে।

 

প্যাচ বিশিষ্ট পাইপ সংযোজন নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুন :

Leave a Comment