স্ট্রেচার বন্ডে ইট এর গাথুঁনী আজেকর ক্লাসের বিষয়। স্ট্রেচার বন্ডে ইটের গাথুঁনী ক্লাসটি কন্সট্রাকশন প্রসেস কোর্সের অংশ। কন্সট্রাকশন প্রসেস কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলোজির অংশ।
স্ট্রেচার বন্ডে ইট এর গাথুঁনী
দেয়ালের গাঁথুনিতে ব্যবহৃত বন্ড কারিগরি নিয়ম-কানুন না মেনে ইট বা পাথর গাঁথুনি করলে তা টেকসই হয় না। স্থায়িত্ব, সৌন্দর্য, আর্থিক দিক, ভারবহন ক্ষমতা ইত্যাদি বিবেচনায় দেয়াল গাঁথুনিতে বন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ অধ্যায়ে দেয়ালের গাঁথুনিতে ব্যবহৃত বন্ড সম্পর্কে আলোচনা করা হলো। ইটের গাঁথুনির বন্ড গাঁথুনিতে ইট সাজানো বা জোড়া দেয়ার কৌশলকে বন্ড বলে। এতে ইটকে এভাবে জোড়া দেওয়া হয় যাতে উপরের বা নিচের দুই স্তরের খাড়া জোড়া একই খাড়া লাইনে না থাকে।
বন্ডের প্রয়োজনীয়তা
- কাঠামো স্থায়ী ও শক্তিশালী করা।
- ইটের মধ্যকার বন্ধন সুদৃঢ় করা।
- গাঁথুনিতে উল্লম্ব বা খাড়া জোড়া পরিহার করা।
- নির্মাণকাজ দ্রুত করা।
- দেয়ালের পৃষ্ঠদেশের সৌন্দর্য বৃদ্ধি করা।
- শিয়ার প্রতিরোধ করা।
- দেয়ালের উপর আসা লোড বা ভার সমভাবে ও নিরাপদে ছড়িয়ে দেয়া।

বন্ডের প্রকারভেদ গাঁথুনিতে ব্যবহৃত বন্ডকে নিম্নলিখিতভাবে ভাগ করা হয়। যথা-
- স্ট্রেচার বন্ড (Stretcher bond)
- হেডার বন্ড (Header bond)
- ইংলিশ বন্ড (English bond)
- ফ্লেমিশ বন্ড (Fleimsh bond)
- গার্ডেন ওয়াল বন্ড (Garden wall bond)
- রেকিং বন্ড (Raking bond)
- ডাচ বন্ড (Dutch bond)
- ফেসিং বন্ড (Facing bond)
- ইংলিশ ক্রস বন্ড (English cross bond)
- ব্রিক-অন-এজ বন্ড (Brick on edge bond)
বাংলাদেশে প্রচলিত কয়েকটি বন্ডে ইট সাজানোর পদ্ধতি ১. স্ট্রেচার বন্ড : এই প্রকার বন্ডে প্রতিটি স্তরে দেয়ালের দৈর্ঘ্য বরাবর ইটকে স্ট্রেচার হিসেবে স্থাপন করা হয়। কেবলমাত্র অর্ধ ইট বা ১২.৫ সে.মি পুরুত্বের দেয়ালে নির্মাণে এ বন্ড ব্যবহার করা হয়। এই ধরনের বন্ডে গাঁথুনিতে যথাযথ বন্ড সৃষ্টি হয় না। অর্ধ ইট এর বেশি পুরুত্বের দেয়ালে এ বন্ড ব্যবহার করা যায় না। একে রানিং বন্ডও বলে।
ক্রমিক নং | বন্ডের নাম | বন্ডের ব্যবহার ক্ষেত্র |
১ | স্ট্রেচার বন্ড | পার্টিশান দেয়াল, স্লিপার দেয়াল, ডিভিশন দেয়াল ও চিমনি স্টেকে। |
২ | হেডার বন্ড | বক্রাকৃতির দেয়ালে ও ভিত্তির ফুটিং এ। |
৩ | ইংলিশ বন্ড | অর্ধ ইটের অধিক পুরুত্বের যে কোন দেয়ালে। |
৪ | ফ্লেমিশ বন্ড | দেয়ালের কারুকার্য ও সৌন্দর্য বৃদ্ধিতে। |
৫ | ফেসিং বন্ড | দেয়ালে ফেসিং ও ব্যাকিং এ যদি বিভিন্ন প্রকার ইট ব্যবহৃত হয়। |
৬ | ইংলিশ ক্রস বন্ড | দেয়ালের পৃষ্ঠদেশের সৌন্দর্য বৃদ্ধিতে। |
৭ | ব্রিক-এজ বন্ড | গার্ডেন ওয়াল, পার্টিশন ওয়াল, কম্পাউন্ড ওয়াল, রাস্তার সোলিং এ। |
৮ | ডাচ বন্ড | দেয়ালের কোণায়। |
৯ | রেকিং বন্ড | রাস্তার সোলিং এ। |
১০ | গার্ডেন ওয়াল বন্ড | সীমানা দেয়াল, গার্ডেন দেয়াল ও কম্পাউন্ড দেয়ালে। |
স্ট্রেচার বন্ডে ইট এর গাথুঁনী নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ