বীম, কলাম ও আর্চ সম্পর্কে ধারন আজেকর ক্লাসের বিষয়। বীম, কলাম ও আর্চ সম্পর্কে ধারনা [Beams, Columns and Arches] ক্লাসটি বিল্ডিং মেইনটেন্যান্স ১ (৬৪২৩) কোর্সের ১১,১২,১৩ অধ্যায়ের [Chapter 11,12,13] পাঠ। বিল্ডিং মাইটেনান্স (Building Maintenance) কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভাকেশনাল ডিসিপ্লিনের অংশ। ১০ম শ্রেণী।
Table of Contents
বীম, কলাম ও আর্চ সম্পর্কে ধারন
বীম

- সাধারণভাবে_স্থাপিত_বীম(Simply Supported beam):যে সকল বীমের উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam)বলে।
- ক্যান্টিলিভার_বীম(Cantilever beam):যে সকল বীমের একপ্রান্ত দৃঢ় ভাবে আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে ক্যান্টিলিভার বীম(Cantilever beam)বলে।
- ঝুলন্ত_বীম (Over hanging beam):যে সকল বীমের এক প্রান্ত বা উভয় প্রান্তই সাপোর্টের বাহিরে বাড়ানো অবস্থায় লোড বহন করে।তাকে ঝুলন্ত বীম(Over hanging beam)বলে।
- আবদ্ধ_বীম (Fixed beam):যে সকল বীমের উভয় প্রান্তই সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অবস্থায় লোড বহন করে তাকে আবদ্ধ বীম(Fixed beam)বলে।
- ধারাবাহিক_বীম (Continuous beam):যেসকল বীম একাধিক সাপোর্টের উপর অবস্থান করে এর উপর আরোপিত লোড বহন করে থাকে ধারাবাহিক বীম(Continuous beam)বলে।

কলাম
কলামের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাতের উপর নির্ভর করে সাধারণত দুইভাগে ভাগ করা যায়। যেমন— শর্ট কলাম এবং লং কলাম ।
শর্ট কলামঃ যখন কলামের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ : ১ এর কম বা সমান অর্থাৎ দৈর্ঘ্য গ্রন্থের ১০ গুণ বা এর কম হয় তাকে শর্ট কলাম বলে।
লং কলাম: যখন কলামের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ : ১ এর বেশি হলে অর্থাৎ দৈর্ঘ্য গ্রন্থের ১০ গুণ বা এর বেশি হয় তাকে লং কলাম বলে।
আকার আকৃতির উপর নির্ভর করে বর্গাকার, বৃত্তাকার, ষড়ভুজাকার, অষ্টভুজাকার ইত্যাদি প্রকারের হয়। রডের বা রিইনফোর্সমেন্টের বা টাই-এর ব্যবহার এর ভিত্তিতে আরসিসি কলামকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়।
টাইড কলাম (Tied Column): এক্ষেত্রে প্রধান রভসমূহ বাধার জন্য টাই বারসমূহ চারকোনা বা গোলাকার চুড়ির মত করে বাঁধা থাকে।
পারা কলাম (Spiral Column): এক্ষেত্রে টাই বারসমূহ প্যাচানো থাকে বা ঘুরে ঘুরে বৃত্তাকারে ক্রমশ উপরের দিকে উঠে যায় যার সাথে প্রধান রভসমূহ বাধা থাকে ।
কম্পোজিট কলাম (Composito Column): এই কলামে অতিরিক্ত লোড বহন করার জন্য সাধারন যুদ্ধ এর সাথে যে কোনো ধরনের সেকশন (চাঁ, জেড, ক্ষরার, আই, ইত্যাদি) ব্যবহার করা হয়ে থাকে ।
কম্বিনেশন কলাম (Combination Column ): স্ট্রাকচারাল স্টিল কলামের বাইরের দিকে 2 ½ “-3” পুরুত্বের কংক্রিটের ঢালাই করে তৈরি করা হয়ে থাকে ।
পাইপ কলাম (Pipe Column): সাধারণত ছোটো কলামের ক্ষেত্রে স্টিল পাইপের মধ্যে কংক্রিট পূর্ণ করে এই ধরনের কলাম তৈরি করা হয়।
বীম, কলাম ও আর্চ সম্পর্কে ধারন নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ