বালি সম্পর্কে ধারনা | Civil Engineering Materials [66421]

বালি সম্পর্কে ধারনা বা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস [Civil Engineering Materials] হিসেবে বালি [ Sand ] আজকের আলোচনার বিষয়। বালি [ Sand ] ক্লাসটি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস [Civil Engineering Materials] এর ৪ অধ্যায়ের [Chapter 4] এর ক্লাস। নিয়মিত এই ক্লাসগুলো পেতে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং গুরুকুলে [Civil Engineering Gurukul] যুক্ত থাকুন।সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস (৬৬৪২১) কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের (Diploma in Engineering), ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (Diploma in Civil Engineering) টেকনোলোজির অংশ।

 

বালি সম্পর্কে ধারনা

বালি একটি দানাদার উপাদান যা সূক্ষ্মভাবে বিভক্ত শিলা এবং খনিজ কণার সমন্বয়ে গঠিত। বালির আণবিক সংকেত SiO2। বালির বিভিন্ন গঠন আছে তবে এর শস্য আকার দ্বারা একে সংজ্ঞায়িত করা হয়। বালির দানা নুড়ির চেয়ে ছোট তবে পলির চেয়ে মোটা। বালি ,মাটি বা মাটির মত একটি টেক্সচারাল শ্রেণিকেও উল্লেখ করতে পারে; অর্থাৎ যেসব মাটির ভরের ৮৫% এর বেশি বালি-আকারের কণা তাদের কে বালি হিসেবে বুঝানো হয় । 

 

 

বালির গঠন স্থানীয় নুড়ি পাথরের উৎস এবং বিভিন্ন অবস্থার উপরে নির্ভর করে বিভিন্ন রকম হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেমনঃঅভ্যন্তরীণ মহাদেশীয় এবং ক্রান্তীয় উপকূল নয় এমন জায়গাগুলোর গঠনে বালির সবচেয়ে সাধারণ উপাদান হ’ল সিলিকা (সিলিকন ডাই অক্সাইড, বা SiO2 ),যা সাধারণত কোয়ার্টজ আকারে থাকে।বালির ২য় সাধারণ উপাদান হল ক্যালসিয়াম কার্বোনেট যেমনঃ আরাগোনাইট যা গত ৫০ কোটি বছর ধরে বিভিন্ন জীবের গঠনে যেমনঃ প্রবাল,শেলফিশ এদের আকারে তৈরি হয়ে এসেছে ।

উদাহরণস্বরুপ যে জায়গাগুলোর বাস্ততন্ত্রে প্রবাল্প্রাচীর বেশি প্রভাব রেখেছে যেমনঃ ক্যারিবিয়ান,সেখানকার বালির মূল উপাদান এই ক্যালসিয়াম কার্বোনেট।অল্প কিছু ক্ষেত্রে বালি ক্যালসিয়াম সালফেট দ্বারা গঠিত হয় যেমনঃজিপসাম,সেলেনাইট এবং এগুলো ইউনাইটেড স্টেটসের হোয়াইট স্যান্ডস ন্যাচারাল পার্ক এবং স্ল্ট প্লেইনস ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রিফিউজ এ পাওয়া যায়।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

বালি হ’ল মানব সময়সীমার তুলনায় একটি অ নবায়নযোগ্য সম্পদ , এবং কংক্রিট তৈরির জন্য উপযুক্ত বালির উচ্চ চাহিদা রয়েছে। মরুভূমি বালি, প্রচুর পরিমাণে থাকলেও তা কংক্রিট তৈরিতে উপযুক্ত নয়। প্রতি বছর 50 বিলিয়ন টন সৈকত বালি এবং জীবাশ্ম বালি নির্মাণের কাজে ব্যবহারের জন্য ব্যবহৃত হয়।

 

বালি সম্পর্কে ধারনা

 

বালি সম্পর্কে ধারনা নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ

Leave a Comment