ঘর্ষণমূলক শক্তির ধারণা আজকের আলোচনার বিষয়। ঘর্ষণমূলক শক্তির ধারণা [The Concept of Frictional Forces] ক্লাসটি স্ট্রাকচারাল মেকানিক্স [Structural Mechanics] ৬৬৪৪১ [66441] কোর্সের ৪ অধ্যায়ের পাঠ। স্ট্রাকচারাল মেকানিক্স [Structure Mechanics] কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল ডিসিপ্লিনের অংশ।
Table of Contents
ঘর্ষণমূলক শক্তির ধারণা
ঘর্ষণ সাধারণত চার প্রকারের হয়ে থাকে(There are 4 kind of Frictions):
১। স্থিতি ঘর্ষণ (Static Friction),
২। গতীয় ঘর্ষণ বা বিসর্প-ঘর্ষণ (Kinetic Friction or Sliding Friction),
৩। আবর্ত ঘর্ষণ (Rolling Friction) এবং
৪। প্রবাহী ঘর্ষণ (Fluid Friction)
ঘর্ষণ বল :
দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একের ওপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে তাহলে বস্তুদ্বয়ের স্পর্শতলে এই গতির বিরুদ্ধে যে বল উৎপন্ন হয়, তাকে ঘর্ষণ বল বলে।
সীমান্তিক ঘর্ষণ বল
কোনো তলের ওপর অবস্থিত কোনো বস্তুকে গতিশীল করার জন্য বস্তুর ওপর যে বল প্রয়োগ করলে বস্তুটিতে গতির সঞ্চার হওয়ার উপক্রম হয়, সেই সময় বস্তুদ্বয়ের মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধাদানকারী ঘর্ষণ বলের মানকে সীমান্তিক ঘর্ষণ বল বলে।
যতক্ষণ পর্যন্ত ব্লকটি স্থির থাকে বা ব্লক ও টেবিলের মধ্যে কোনো আপেক্ষিক গতি না থাকে তখন বস্তুদ্বয়ের মধ্যে যে ঘর্ষণ কাজ করে তাকে স্থিতি ঘর্ষণ বলে। স্থিতি ঘর্ষণের মান শূন্য থেকে সীমান্তিক মান পর্যন্ত হতে পারে।
স্থিতি ঘর্ষণ বল
কোনো তল এবং এই তলের ওপর অবস্থিত কোনো বস্তুর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থিতি ঘর্ষণ বল বলে।
স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক
স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এবং অভিলম্বিক প্রতিক্রিয়া R হলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হবে,
= =
সংজ্ঞা : দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান ও অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে।
=
=… … … (4.59)
যে কোনো দুটি তলের মধ্যবর্তী স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান সব সময় 1-এর চেয়ে ছোট হয়।

মাত্রা ও একক :
একই জাতীয় দুটি রাশির অনুপাত হওয়ায় ঘর্ষণ গুণাঙ্কের কোনো মাত্রা বা একক নেই।
স্থিতি ঘর্ষণের সূত্রাবলি:
দুটি অমসৃণ তলের মধ্যে যে স্থিতি ঘর্ষণ ক্রিয়া করে তা কতগুলো সূত্র মেনে চলে। এদেরকে স্থিতি ঘর্ষণের সূত্রাবলি বলা হয়।
১. ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে।
২. স্থিতি ঘর্ষণ বলের সীমান্তিক মান অভিলম্বিক (Normal) প্রতিক্রিয়ার সমানুপাতিক।
৩. স্থিতি ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির ওপর নির্ভর করে, স্পর্শতলের তলের ক্ষেত্রফলের ওপর নয়।
ঘর্ষণমূলক শক্তির ধারণা নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ