প্রাক্কলন ও দরপত্র এর ধারনা | Building Maintenance 1 [6423]

প্রাক্কলন ও দরপত্র এর ধারনা আজেকর ক্লাসের বিষয়। প্রাক্কলন ও দরপত্র [Estimation and Tendering] এই ক্লাসটি এসএসসি ভোকেশনাল এর বিল্ডিং মেইনটেন্যান্স ১ (৬৪২৩) কোর্সের ২৯ অধ্যায়ের পাঠ। বিল্ডিং মেইনটেন্যান্স ১ (৬৪২৩) Building Maintainance-1 (6423) কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভাকেশনাল ডিসিপ্লিনের অংশ।

 

প্রাক্কলন ও দরপত্র এর ধারনা

 

প্রাক্কলন ও দরপত্র এর ধারনা

 

প্রাক্কলনের সংগা

সাধারনভাবে প্রকৌশল কাজের সম্ভাব্য পরিবায় (cost) নির্ণয়ের পদ্ধতিকে প্রাক্কলন বলে। ব্যবহৃত মালামাল সামগ্রীর অনুপাত (Proportion), এগুলোর গুণাগুণ (Quality) এবং কারিগরি সুনির্দিষ্ট বিবরণ সম্বলিত নির্দেশ (specification) এবং কাঠামোর প্লান, ইলিভেশন, সেকশন ইত্যাদির উপরে ভিত্তি করে প্রাক্কলন তৈরী হয়।

দরপত্রের সংজ্ঞা

আগ্রহী এজেন্সি বা কন্ট্রাক্টর কর্তৃক কার্য সম্পাদনের চুক্তি (যেমন: বাড়ি নির্মাণ, ব্রিজ, রাস্তা ইত্যাদি অথবা মালসামগ্রি ও পণ্যদ্রব্য, (যেমন: ইট, রড, বালু, সিমেন্ট, আসবাবপত্র ইত্যাদি) সরবরাহকরণ, নির্দিষ্ট সময় ও শর্ত সাপেক্ষে শেষ করার অঙ্গিকার পত্রকে দরপত্র বা টেন্ডার বলা হয়। দরপত্র সব সময় সীলবদ্ধ করা থাকবে এবং সর্বসাধারণের জন্য মোটিশ উন্মুক্ত রাখতে হবে।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

প্রাক্কলন ও দরপত্রের প্রয়োজনীয়তা

প্রাক্কলনের প্রয়োজনীয়তা

রাস্তা-ঘাট, ব্রিজ,দালান ইত্যাদি ইঞ্জিনিয়ারিং কাঠামো নির্মানের পূর্বে নকশা অনুযায়ী প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী যেমন ইট, বালু, সিমেন্ট, লোহা, কয়লা, কাঠ, ইলেকট্রিক ও স্যানিটারি ব্যবস্থা পানি সরবরাহ ব্যবস্থা ইত্যাদির জন্য প্রয়োজনীয় মালামাল পরিমাণ জানা প্রয়োজন ।

এসব নির্মাণ সামগ্রী পরিমাণ নির্ণয়ের পর প্রচলিত বাজার দর অনুযায়ী মালামাল বাবদ মোট টাকার পরিমাণ বাহির করা হয় এর সাথে শ্রমিকের পারিশ্রমিক এবং অনন্যা আনুষঙ্গিক ব্যয় সংযুক্ত করে কাঠামটি নির্মাণের চূড়ান্ত ব্যয়ের পরিমান বাহির করা হয়। এতে যাবতীয় ব্যয়ের হিসাব-নিকাশ আগে জানা থাকার ফলে নির্মাণকারীর জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।

দরপত্রের প্রয়োজনীয়তা :

রাস্তা-ঘাট, ব্রিজ, দালান ইত্যাদির ইঞ্জিনিয়ারিং কাঠামো নির্মাণের পূর্বে নকশা অনুযায়ী প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী যেমন- ইট, বালু, সিমেন্ট, লোহা, কয়লা, কাঠ, ইলেকট্রিক ও স্যানিটারি ব্যবস্থা পানি সরবরাহ ব্যবস্থ ইত্যাদি জন্য প্রয়োজনীয় মালামাল পরিমাণ জানা প্রয়োজন।

এ সব নির্মাণ সামগ্রী পরিমাণ নির্ণয়ের পর প্রচলিত বাজার দর অনুযায়ী মালামাল বাবদ মোট টাকার পরিমাণ বাহির করা হয় এর সাথে শ্রমিকের পারিশ্রমিক এবং অনন্যা আনুষঙ্গিক ব্যয় সংযুক্ত করে কাঠামটি নির্মাণের চূড়ান্ত ব্যয়ের পরিমাণ বাহির করা হয় এতে যাবতীয় ব্যয়ের হিসাব-নিকাশ আগে জানা থাকার ফলে নির্মাণকারীর জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।

 

 

বিভিন্ন কাজের একক নির্মাণ কাজের এককসমূহ:

দরপত্রে নির্মাণ কাজের এককসমূহ স্পেসিফিকেশন

বিভিন্ন ধরনের দরপত্র নিচে দেখানো হলোঃ

১। প্রথমিক দরপত্র

২। পোতাক্ষেত্রফল ভিত্তিক দরপত্র

৩। ঘনত্ব রেট ভিত্তিক দরপত্র

৪। আনুমানিক পরিমাণ ভিত্তিক দরপত্র

৫। একক দর ভিত্তিক দরপত্র

৬। সংশোধিত দরপত্র

৭। অনুপূরক দরপত্র

৮। সংশোধিত ও অনুপূরক দরপত্র

৯। বাৎসরিক দরপত্র

 

সিমেন্ট এর ধারনা নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ

Leave a Comment