কাঠ এবং কাঠ ভিত্তিক নির্মাণ সামগ্রী | Civil Engineering Materials [66421]

কাঠ এবং কাঠ ভিত্তিক নির্মাণ সামগ্রী আজকের ক্লাসের আলোচনার বিষয়। কাঠ এবং কাঠ ভিত্তিক নির্মাণ সামগ্রী [ Timber and wood based products / Timber and wood based construction materials ] ক্লাসে আলোচনা করা হয়েছে কাঠ বা কাঠ ভিত্তিক বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী নিয়ে। এই ক্লাসটি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ৬৬৪২১ (Civil Engineering Materials, 66421) কোর্সের অংশ। সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস (৬৬৪২১) কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলোজির অংশ।

 

কাঠ এবং কাঠ ভিত্তিক নির্মাণ সামগ্রী

 

কাঠ বা কাষ্ঠ একটি জৈব পদার্থ। প্রধানত গাছের মাধ্যমিক(Secondary) জাইলেম (xylem) থেকে উৎপন্ন হয়। কাঠ মূলত গাছের অভ্যন্তরীণ অংশ যা সেলুলোজ, হেমিসেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত। জীবন্ত গাছের এই অংশটি মাটি থেকে গাছের পাতা ও অন্যান্য বর্ধনশীল অংশে পানি ও প্রয়োজনীয় পুষ্টি বহন করে সরবরাহ করে।

 

কাঠ ভিত্তিক নির্মাণ

 

কাঠে লিগনিনের প্রাচুর্য্য থাকায় কাঠ গাছকে দৃঢ়তা প্রদান করে যার ফলে সহজেই গাছের বৃদ্ধি ঘটতে পারে এবং গাছ সোজা হয়ে দাঁড়াতে পারে। তবে সরাসরি গাছ থেকে পাওয়া কাঠ ছাড়াও একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন অন্যান্য বৃক্ষজাত বস্তু এবং কাঠ, কাঠের চিলতে বা আঁশ থেকে প্রযুক্তিগত উপায়ে পাওয়া বস্তুকেও কাঠ বলা হয়।

যুগ যুগ ধরে মানুষ কাঠকে জ্বালানী হিসেবে ব্যবহার করে আসছে। তাছাড়া ঘরবাড়ি, যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র প্রভৃতি তৈরি করার কাজে, জিনিসপত্র প্যাকেটজাত করনে, কাগজশিল্পে কাঠ অনেককাল আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে। শিল্পকলার ক্ষেত্রে কাঠ একটি জনপ্রিয় মাধ্যম।

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে, এবং কোন কোন প্রজাতির কাঠের ক্ষেত্রে ডেনড্রোক্রনোলজীর মাধ্যমে, কাঠের বয়স নির্ধারণ করা যায় এবং এ থেকে কোন কাষ্ঠনির্মিত বস্তু কবে তৈরি করা হয়েছে তা নির্ধারণ করা যায়। কাঠের ভেতরের চক্রাকার আংটি বা রিং(ring)এর প্রস্থে এবং আইসোটোপীয় প্রাচুর্য্যের বছরওয়ারী পার্থক্য থেকে সেই যুগের বা সময়ের জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায়

 

 

কাঠ এবং কাঠ ভিত্তিক নির্মাণ সামগ্রী নিয়ে বিস্তারিত :

 

 

আরও দেখুনঃ

Leave a Comment