ইটের গাথুনিতে বন্ড | Building Maintenance 1 [ 4613 ]

ইটের গাথুনিতে বন্ড আজেকর ক্লাসের বিষয়। ইটের গাথুনিতে বন্ড [ Bonds in Brick Masonry ] নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওতে। এই ভিডিওটি বিল্ডিং মাইটেনান্স (Building Maintenance) কোর্সের ১৬ অধ্যায়ের পাঠ [Chapter 16]। বিল্ডিং মাইটেনান্স (Building Maintenance) কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভাকেশনাল ডিসিপ্লিনের অংশ।

 

ইটের গাথুনিতে বন্ড

ইট কাঁদামাটি দিয়ে তৈরি এক প্রকার নির্মাণ উপাদান যা শুকানো অবস্থায় পাথরের ন্যায় কাজ করে। পাথরের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়।

ইটে ব্যবহৃত কাঁদার উপাদানসমূহঃ

সিলিকা৫৫%
অ্যালুমিনা৩০%
আয়রন অক্সাইড৮%
ম্যাগনেশিয়া৫%
লাইম১%
জৈব পদার্থ.১%
মোট১০০%
  • ইটের মান নিম্নোক্ত বিষয়ের উপর নির্ভর করে।
  • ইটে ব্যবহৃত কাঁদার রাসায়নিক ধর্মের উপর,
  • কাঁদা প্রস্তুতকরণের উপর
  • শুকানোর পদ্ধতির উপর,
  • পোড়ানোর তাপমাত্রার উপর
  • পোড়ানোর সময় চুল্লিতে বায়ু প্রবেশের পরিমাণের উপর

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

ইটের বন্ড (Brick Bond): দেয়াল নির্মাণে ইটকে পরপর পাশাপাশি স্থাপন করা হয়, এক সারি বা কোর্স স্থাপনের পর উপরে পরবর্তী সারি বা কোর্স স্থাপন করা হয়। এভাবে দেয়াল বা কাঠামো নির্মাণে খাড়া বরাবর ইটের জোড়াগুলো পরে যার ফলে কাঠামোর খাড়া চাপে জোড় বরাবর দেয়াল ধ্বসে পড়তে পারে। এভাবে প্রস্তুতকৃত দেয়াল অপেক্ষাকৃত দুর্বল হয়। এসকল কারণে পরবর্তী কোর্সের খাড়া জোড় পরিহার করে দেয়াল নির্মাণ করা হয়। এভাবে “ইটকে পরপর সুশৃংখল ভাবে সাজিয়ে পরবর্তী কোর্সের খাড়া জোড় পরিহার করে একক অবিচ্ছিন্ন দেয়াল নির্মাণ কৌশলকে বন্ড বলে”।

 

ইটের গাথুনিতে বন্ড

 

বন্ডিং-এর নিয়মাবলী

  • সুষম আকারের ইঁট নিতে হবে।
  • পরবর্তী সারি বসানোর সময় নিচের ইটের কমপক্ষে চার ভাগের এক ভাগ কভার বা ল্যাপ করে বসাতে হবে।
  • সম্মুখে বা ফেসিংএ স্টেচার বা ইটের লম্বা দিক এবং মধ্যে বা হার্টিং-এ হেডার বা ইটের প্রস্থ দিক ব্যবহার করা উচিত।
  • পরবর্তী কোর্সের খাড়া জোড় পরিহার করে একটির পর একটি বা অলটারনেট কোর্সের খাড়া জোড় একই লাইন বরাবর করতে হবে।
  • যতদূর সম্ভব কম সংখ্যক ব্যাট বা আধলা ইট ব্যবহার
  • অলটারনেট কোর্সের হেডারের (Header) একই উলম্ব রেখার ছেদ করবে।

 

আঙ্কর নিয়ে বিস্তারিত

ইটের গাথুনিতে বন্ড নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ

Leave a Comment