একতলা দালান প্ল্যানিং এ প্ল্যানের প্রয়োজনীয়তা ও প্ল্যানিং এর উদ্দেশ্য

একতলা দালান প্ল্যানিং আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “একতলা দালান” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

একতলা দালান প্ল্যানিং

 

২.০ প্ল্যানিং (Planning)ঃ

দালানে আলো বাতাস যাতে স্বাভাবিকভাবে বেশি আসে সেজন্য সূর্যের গতিরেখা এবং বাতাসের গতিবেগ বা বায়ুপ্রবাহের দিয়ে – বেশি লক্ষ রাখতে হবে। সাথে সাথে ঝড়বৃষ্টির প্রভাব থেকে যাতে রক্ষা পাওয়া যায় সেদিকেও লক্ষ রাখতে হবে। তা ছাড়া প যেখানে হবে, সে জায়গা গ্রীষ্মপ্রধান অঞ্চল না নাতিশীতোষ্ণ অঞ্চল অথবা শীতপ্রধান অঞ্চলে অবস্থিত এ সমস্ত বিষয় খেয়াল ে বাড়ির প্ল্যানিং করতে হবে।

 

একতলা দালান প্ল্যানিং

 

গ্রীষ্মপ্রধান অঞ্চলে বাড়ি করতে হলে সূর্যতাপ থেকে রক্ষা পাওয়ার জন্য সানশেড, ছাজা, বারান্দা ইত্যাদি থাকা উচিত। সে স হুগাছালি বাড়ির চারিপার্শ্বে লাগানোর ব্যবস্থা করতে হবে। দালানে বাতাস চলাচলের ব্যবস্থা রাখার জন্য দরজা-জানালা মুখোমুি বসাতে হবে, যাতে বায়ুচলাচলে বাধার সৃষ্টি না হয়। আবার গরমকালে যাতে কম সূর্যতাপ পায় এবং শীতকালে সর্বাধিক আসে এদিকেই লক্ষ রেখে বাড়ির বা দালানের অবস্থান (Orientation) ঠিক করতে হবে।

প্ল্যানিং এর মূল কথা হলো, সহজ বায়ুচলাচলের ব্যবস্থা রাখা। উত্তাপ যেন রুমের মধ্যের বাতাসকে বেশি প্রভাবিত না করে এজন্য বায়ুপ্রবাহের দিকে দালান বা বাড়ির মুখ (Face) হওয়া ভালো। 

 

প্ল্যানের প্রয়োজনীয়তা (Necessity of a plan) :

নিম্নলিখিত কারণে প্ল্যানের প্রয়োজনীয়তা রয়েছে 

১। বর্তমান এবং ভবিষ্যতের প্রয়োজন অনুসারে সঠিকভাবে ভূমির ব্যবহার এবং বিন্যাসকরণ; 

২। সঠিক বায়ুচলাচলের জন্য দালানের চারিদিকে পর্যাপ্ত জায়গার ব্যবস্থাকরণ;

৩। স্বল্প খরচে পর্যাপ্ত সুযোগ-সুবিধার ভিত্তিতে কক্ষের বিন্যাসকরণ; 

৪। স্যানিটেশনসহ রাস্তা, আলো এবং বাতাসের ব্যবস্থাকরণ;

৫। দালানের নিরাপত্তা নিশ্চিতকরণ;

৬। খরচের হিসাব।

 

কোড এবং প্রতীক

 

প্ল্যানিং এর উদ্দেশ্য (Objective of planning) :

প্ল্যানিং এর সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা উচিতঃ 

১। সাইট পরিদর্শন এবং পারিপার্শ্বিক অবস্থা অনুশীলন (Visit site and study surroundings)

২। কক্ষের আয়তন (Maintain roominess) : আয়তাকার কক্ষের চেয়ে বর্গাকার কক্ষ বেশি সুবিধাজনক (অর্থনৈতিকভাবে)

৩। স্যানিটারি এবং বৈদ্যুতিকরণ (Sanitation and lighting) ৪। অবস্থান এবং বায়ুচলাচল (Cross ventilation and orientation)

৫। গোপনীয়তা এবং সৌন্দর্য (Privacy and elegance)

৬। বসবাস, ঘুমানো, পড়াশুনা করা, বিশ্রাম এবং স্বাস্থ্যের পক্ষে উপযোগী হওয়া (It should be suitable for health, living. sleeping, study and entertainment) 

৭। ব্যয় সংকোচন (Economy)।

 

 

আরও পড়ুন:

Leave a Comment