জিও টেক্সটাইল আজকের আলোচনার বিষয়। জিওটেক্সটাইল [ Geotextiles ] ক্লাসটি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস [Civil Engineering Materials] এর ১৩ম অধ্যায়ের [Chapter 13] এর ক্লাস। নিয়মিত এই ক্লাসগুলো পেতে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং গুরুকুলে [Civil Engineering Gurukul] যুক্ত থাকুন।সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস (৬৬৪২১) কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের (Diploma in Engineering), ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (Diploma in Civil Engineering) টেকনোলোজির অংশ।
Table of Contents
জিও টেক্সটাইল
জিও টেক্সটাইল :
জিও টেক্সটাইল প্রোডাক্ট মূলত পলিস্টার, পলিপ্রপিলিন, পলিঅ্যামাইড দিয়ে তৈরি করা হয়। জিও টেক এর সবচেয়ে বেশি ব্যবহার হয় সিভিল / কনস্ট্রাকশনের কাজে। এতে মাটির বৈশিষ্ট্য পরিবর্তন করে দূর্বল ও অকার্যকর জায়গায় ভবন নির্মাণ এর উপযোগি করে তুলে। আধুনিক সিভিল /কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ বহুল ব্যবহৃত হচ্ছে এই জিও টেক্সটাইল।
জিওটেক্সটাইল কি ?
জিওটেক্সটাইল’ হলো এক ধরনের টেকনিক্যাল টেক্সটাইল (দেখতে অনেকটা চালের বস্তার মতো), যা মাটির উপরিভাগে বা অভ্যন্তরে ব্যবহার করে পুরকৌশলগত (সিভিল ইঞ্জিনিয়ারিং) সুবিধা পাওয়া যায়।
জিওটেক্সটাইল এক ধরনের পলিমার ফেব্রিক যেটা বিভিন্ন ধরনের স্থাপনা যেমন রাস্তা, ড্রেন, গৃহায়ন এবং বাঁধ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও এটা স্থাপত্য প্রকৌশলীর আরও অন্যান্য কাজে ব্যবহৃত হয়।
জিও টেক্সটাইলের সুবিধাসমুহ ?
জিওটেক্সটাইল পণ্যের বিভিন্ন সুবিধাসমূহ নিম্নে বর্ণিত হল:-
১. জিওটেক্সটাইল দ্বারা তৈরিকৃত ফেব্রিক ওভেন ফেব্রিকের তুলনায় হালকা হয়। ফলে এটা হ্যান্ডেলিং করা সহজ হয় এবং পরিবহনের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যায়।
২. ওয়েফট নিবেশে তৈরি ফেব্রিকের ক্ষেত্রে জিওটেক্সটাইল একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করে। জিওটেক্সটাইল এই ধরনের ফেব্রিকের ক্ষেত্রে বিদীর্ণকরণ শক্তি বৃদ্ধি করে।
৩. রাস্তা তৈরিতে পিচ এবং টুকরা ইট এই দুই স্তরের মাঝে জিওটেক্সটাইল ফেব্রিক ব্যবহার করলে রাস্তা বৃষ্টির পানিতে ক্ষয়ে পড়ার হাত থেকে রক্ষা পায়।
৪. মাটির দুই স্তরের পার্থক্যকারী হিসাবে জিওটেক্সটাইল বিপুল পরিমাণে ব্যবহৃত হয়।
৫। আর্দ্রতা প্রতিবন্ধক হিসাবে জিওটেক্সটাইলের উপকারীতা অতুলনীয়।
৬। জিও-টেক্সটাইল ড্রেইনেজ এ ভূমিকা রাখে , এজন্যে খেলার মাঠে ব্যাবহার হয়।

জিও টেক্সটাইল শীট কয় প্রকার?
এটি দুই ধরনের হয়ে থাকে.
PP: polypropylene staple fiber.
PSF: polyester staple fiber Sheet. Roll. Bag.Tube.
পিপি = ১০ থেকে ৫০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়।
পি,এস,এফ= ৫ থেকে ১০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়।
Pp = 10-50 years
PSF = 5 to 10 years
জিও টেক্সটাইল জি,আস,এম (GSM) এর উপর ভিত্তি করে দাম নির্ধারণ করে থাকে। নিচে জি,এস,এম (GSM) এর লিস্ট দেওয়া হল।
1) 150gsm
2) 180gsm
3) 200gsm
4) 250gsm
5) 300gsm
6) 350gsm
7) 400gsm
8) 450gsm
9) 500gsm
10) 550gsm
11) 600gsm
জিও টেক্সটাইল শীট রুল হিসাবে বিক্রি হয়।
প্রতি রুলে লম্বায় ১০০ মিটার থাকে।এবং প্রস্থে – ৩,৪,৫ মিটার পাওয়া যায়
জিও -টেক্সটাইল ব্যাগ পিছ হিসাবে বিক্রি হয়।
ব্যাগ গুলো বিভিন্ন মাপের হয়ে থাকে।
ব্যাগ গুলো মাপ মিটার,ফিট ও কেজিতে নির্ণয় করা হয়
জিও টেক্সটাইল নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ