একতলা দালানের অংশ এবং তাদের নাম ও ধরণ

দালানের অংশ আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “একতলা দালান” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

দালানের অংশ

দালানের অংশ

 

দালানের অংশ (Building component) :

দালানের প্রধানত দুইটি অংশ-

 

(ক) সাবস্ট্রাকচার বা বুনিয়াদ (Sub-structure or foundation) :

বুনিয়াদ থেকে প্লিন্থ লেভেল (Plinth) পর্যন্ত অংশকে সারস্ট্রাকচার বলে।

 

(খ) সুপারস্ট্রাকচার (Super structure) :

প্লিস্থ লেভেল থেকে প্যারাপেট পর্যন্ত অংশকে সুপারস্ট্রাকচার বলে । নিচের চিত্রের মাধ্যমে বিস্তারিত দেখানো হলো ঃ

দালানের অংশ

 

(ক) দালানে সাবস্ট্রাকচারের অংশসমূহ:

১। বুনিয়াদের বেস (Foundation base)

২। বুনিয়াদের ফুটিং (Foundation footing) 

৩। গ্রেড বিম (Grade beam or foundation beam).

৪। কলাম (Column )

৫। প্লিন্থ এবং মেঝে (Plinth and floor)।

 

(খ) দালানে সুপারস্ট্রাকচারের অংশসমূহ:

১। প্লিন্থ থেকে জানালার সিল (Plinth or floor level to window sill level 

২। জানালার সিল থেকে লিন্টেল (Window sill level to lintel level)

৩। লিন্টেল থেকে ছাদ (Lintel level to roof level) 

৪। ছাদ থেকে প্যারাপেট (Roof level to finished level or parapet level)

৫। সিঁড়ি, পর্চ (Stair, porch) ইত্যাদি।

 

দালানের অংশ

 

 

দালান প্ল্যানিং :

দালানে আলো বাতাস যাতে স্বাভাবিকভাবে বেশি আসে সেজন্য সূর্যের গতিরেখা এবং বাতাসের গতিবেগ বা বায়ুপ্রবাহের দিয়ে – বেশি লক্ষ রাখতে হবে। সাথে সাথে ঝড়বৃষ্টির প্রভাব থেকে যাতে রক্ষা পাওয়া যায় সেদিকেও লক্ষ রাখতে হবে। তা ছাড়া প যেখানে হবে, সে জায়গা গ্রীষ্মপ্রধান অঞ্চল না নাতিশীতোষ্ণ অঞ্চল অথবা শীতপ্রধান অঞ্চলে অবস্থিত এ সমস্ত বিষয় খেয়াল ে বাড়ির প্ল্যানিং করতে হবে।

গ্রীষ্মপ্রধান অঞ্চলে বাড়ি করতে হলে সূর্যতাপ থেকে রক্ষা পাওয়ার জন্য সানশেড, ছাজা, বারান্দা ইত্যাদি থাকা উচিত। সে স হুগাছালি বাড়ির চারিপার্শ্বে লাগানোর ব্যবস্থা করতে হবে। দালানে বাতাস চলাচলের ব্যবস্থা রাখার জন্য দরজা-জানালা মুখোমুি বসাতে হবে, যাতে বায়ুচলাচলে বাধার সৃষ্টি না হয়। আবার গরমকালে যাতে কম সূর্যতাপ পায় এবং শীতকালে সর্বাধিক আসে এদিকেই লক্ষ রেখে বাড়ির বা দালানের অবস্থান (Orientation) ঠিক করতে হবে।

প্ল্যানিং এর মূল কথা হলো, সহজ বায়ুচলাচলের ব্যবস্থা রাখা। উত্তাপ যেন রুমের মধ্যের বাতাসকে বেশি প্রভাবিত না করে এজন্য বায়ুপ্রবাহের দিকে দালান বা বাড়ির মুখ (Face) হওয়া ভালো। 

 

 

আরও পড়ুন:

Leave a Comment