জরিপ বিজ্ঞানের ধারনা আজকের ক্লাসের আলোচ্য বিষয়। “জরিপ বিজ্ঞানের ধারনা [ Concept Of Survey Science ]” এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, “ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং [ Diploma in Civil Engineering ]”, সার্ভেয়িং- ১, ৩য় সেমিস্টার [ Surveying- 1, 3rd Semester ] বিষয়ের, ১ম অধ্যায়ের [ Chapter 1 ] পাঠ।
জরিপ বিজ্ঞানের ধারনা
জরিপের ধারণা বেশ ব্যাপক। স্থলভাগে ভূমি জরিপ, খনিজ জরিপ, সামরিক জরিপ, প্রকৌশল জরিপ ইত্যাদি; জলভাগে মেরিন জরিপ, পানি সম্বন্ধীয় জরিপ ইত্যাদি এবং নভোমণ্ডলে জ্যোতিঃশাস্ত্রীয় জরিপ ইত্যাদি এটির আওতাভুক্ত। জরিপ যেমন কোনো স্থানের দৈর্ঘ্য, প্রস্থ, দূরত্ব, আপেক্ষিক অবস্থান, পরিসীমা, ক্ষেত্রফল ইত্যাদি সম্পর্কে অবহিত করে, তেমনি ক্ষেত্র অনুযায়ী পরিমাপের পদ্ধতি, পরিমাপে ব্যবহৃত যন্ত্রপাতি ও এগুলোর সমন্বয়, তত্ত্বাবধান, ব্যবহার পদ্ধতি, বিভিন্ন জরিপ যন্ত্রপাতির ব্যবহার ক্ষেত্র, জরিপ কাজের কলাকৌশল, নকশা অঙ্কন, নকশায় প্রতীকের (আলামত) ব্যবহার ইত্যাদি সম্পর্কে নির্দেশনা দান করে ।
ক্ষেত্র অনুযায়ী জরিপে দৈর্ঘ্য, প্রস্থ, দূরত্ব, ক্ষেত্রফল, অনুভূমিক ও উল্লম্ব কোণ, নৈসর্গিক বস্তুর প্রদক্ষিণ কাল, প্রদক্ষিণের সময় ব্যাপ্তি, গড় সমুদ্রতল (M.S.L = Mean sea level) ইত্যাদি জানার প্রয়োজন হয়। এসব তথ্যাদির জন্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করতে হয় এবং বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব ও সূত্র প্রয়োগ করতে হয়। তাই জরিপ বিষয়টিকে জরিপ বিজ্ঞানও বলা হয় ।
যেহেতু জরিপে সার্বিকভাবে বিজ্ঞানভিত্তিক যন্ত্রপাতির মাধ্যমে প্রয়োজনীয় তথ্য, উপাত্ত সংগ্রহ করে নকশা বা ম্যাপ প্রণয়ন করা হয় এবং এসব তথ্য-উপাত্ত সংগ্রহে বিজ্ঞানের বিভিন্ন সূত্র তত্ত্ব ও নিয়মাবলি অনুসরণ করা হয়, তাই জরিপকে বিজ্ঞানও বলা হয়। মূলত জরিপে যেমন বিজ্ঞানের সূত্র, তত্ত্ব ও নিয়মাবলি অনুসরণ করা হয় তেমনি এ কাজের জন্য ব্যবহারিক দক্ষতাও (Art) প্রয়োগ করা হয়। তাই জরিপ ব্যবহারিক দক্ষতা (Art) ও বিজ্ঞান (Science) এর সমন্বিত বিষয় ।
ভূপৃষ্ঠের সকল বস্তু, রেখা বা বিন্দু একই তলে অবস্থান করে না। কাজেই ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দুর বা বস্তুর অবস্থান দেখাতে শুধুমাত্র অনুভূমিক তলের উপর সীমাবদ্ধ থাকা যায় না। ফলত উল্লম্বতলে বিন্দু বা বস্তুর অবস্থান দেখানোর প্রয়োজন পড়ে এবং সমতলমিতির (Levelling) প্রয়োগ করতে হয়। তাই সমতলমিতিও জরিপ বিজ্ঞানের একটি অন্যতম শাখা ।

সরজমিনে জরিপ কাজ সম্পাদনে বিভিন্ন পরিমাপের কাজ করতে হয়। এ পরিমাপ গ্রহণে বেশ কিছু নীতি মেনে চললে জরিপ করা সহজ হয় এবং নিখুঁতভাবে জরিপ কাজ করা যায়। বিভিন্ন সময়ের প্রখ্যাত জরিপকরদের অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ভিত্তিতে নিচের নীতিগুলো সকল ধরনের জরিপ কাজে অনুসরণীয় :
(ক) সকল সময়ই জরিপ কাজ সমস্ত হতে অংশের দিকে করতে হবে। (Always work from the whole to part.)
(খ) ঈন্সিত উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে সবসময় সর্বোত্তম জরিপ পদ্ধতি নির্বাচন করতে হবে। (Always select the method of survey that is most suitable for desired purpose.)
(গ) সকল ক্ষেত্রেই পরবর্তীতে পর্যাপ্ত নিরীক্ষার ব্যবস্থা রাখতে হবে। (Always make provisions of adequate checks.)
(ঘ) সবসময় সরজমিনে প্রাপ্ত তথ্যাদি নিখুঁততা ও সতর্কতার সাথে লিপিবদ্ধ করতে হবে। (Always record field data accurately and carefully.)
জরিপ বিজ্ঞানের ধারনা নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ