ড্রয়িং এ কোড এবং প্রতীক এর প্রয়োজনীয়তা ও ব্যবহার 

ড্রয়িং এ কোড এবং প্রতীক এর প্রয়োজনীয়তা ও ব্যবহার আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “কোড এবং প্রতীক” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

ড্রয়িং এ কোড এবং প্রতীক এর প্রয়োজনীয়তা ও ব্যবহার

ড্রয়িং এ কোড এবং প্রতীক এর প্রয়োজনীয়তা ও ব্যবহার (The use and necessity of code and symbols in a drawing) :

রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আরসিসি) ডিজাইন নির্দেশনাবলি কোড বা অনুমোদিত নীতিমালা আকারে প্রকাশ করা হয়, যা বিশেষ ধরনের কংক্রিট স্ট্রাকচার বা স্টিল স্ট্রাকচার বা যে-কোনো ধরনের ডিজাইন ও বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আন্তর্জাতিক পর্যায়ে পেশাভিত্তিক গ্রুপ, ব্যবসায়ী সংস্থা, কারিগরি প্রতিষ্ঠান বিধিবদ্ধ আইন আকারে একে প্রকাশ করে। জনসাধারণকে বিপদ হতে রক্ষার্থে বা কাঠামোর নিরাপত্তাজনিত সাধারণ ভুলভ্রান্তি দূরীকরণার্থে কোডে প্রয়োজনীয় নির্দেশনাবলি উল্লেখ থাকে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ কোড হলো “আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট” (American Concrete Institute)” এর “বিল্ডিং কোড রিকুয়ারমেন্ট ফর রিইনফোর্সড কংক্রিট” (ACI 318-63)। একে সংক্ষেপে এসিআই কোড (ACI Code)-ও বলা হয়। ACI কোড বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশে সফলতার সাথে ব্যবহার হয়ে আসছে এবং নির্মাণ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। এ ছাড়া ম্যাটেরিয়াল টেস্টিং এর ক্ষেত্রে বিখ্যাত সংস্থা হলো “আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস্” (American Society for Testing Materials)। এটাকে সংক্ষেপে ASTM বলা হয় ।

সড়ক, মহাসড়ক ও ব্রিজ ডিজাইনে AASHO কোড এবং রেলওয়ে ব্রিজ, ম্যাসনরি স্ট্রাকচার ও রিইনফোর্সড কংক্রিট ডিজাইনে AREA কোড অনুসৃত হয়।

নিচে কতকগুলো পেশাজীবী গ্রুপ, ইনস্টিটিউট এবং প্রতিষ্ঠানের অনুমোদিত কোড উল্লেখ করা হলোঃ

  1. AASHO = American Association of State Highway Official.
  2. ACI = American Concrete Institute, USA.
  3. AISC = American Institute of Steel Construction, USA.
  4. AISE = Association of Iron and Steel Engineers, USA. 
  5. AISI = American Iron and Steel Institute, USA.
  6. ANSI = American National Standards Institute, USA.
  7. ASME = American Society of Mechanical Engineers, USA.
  8. ASME = American Society of Heating, Refrigerating and Air-conditioning Engineers, USA.
  9. ASTM = American Society for Testing Materials, USA.
  10. AWS = American Welding Society, USA.
  11. BOCA = Building Officials and Code Administrator International Ins, USA. 
  12. BNBC = Bangladesh National Building Code.
  13. BSI = Bangladesh Standards and Testing Institute, UK.
  14. BSTI = Bangladesh Standards and Testing Institute, Bangladesh. 
  15. BWDB = Bangladesh Water Development Boards, Bangladesh.
  16. CGSB = Canadian General Standards Board, Canada. 
  17. FM = Factory Manual [Standard Laboratory, USA Department).
  18. ICBO = International Conference of Building Officials, USA. 
  19. ISO = International Organization for Standardization, Swizerland.
  20. ISSMFE = International Society of Soil Mechanics and Foundation Engineering, USA,
  21. NFPA/NFPA = National Fire Protection Association, USA.
  22. PWD = Public Works Department, Bangladesh. 
  23. RCSE = Research Councilor Structural Connections of Engineering Foundation, USA.
  24. RMA = Rubber Manufacturing Association, USA.
  25. SMACNA = Steel, Metal and Air-conditioning Contractors National Association, USA. 26. SPRI = Single Ply Rooting Institute, USA.

 

প্রতীক (Symbol) ঃ

ড্রয়িং-এ প্রতীক ব্যবহার (Symbols used in drawings) ঃ

ড্রয়িং-এ কতকগুলো বস্তুকে ছেদিত বা পূর্ণ অবস্থায় দেখানোর জন্য াংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এ সকল সাংকেতিক চিহ্নকে ড্রয়িং এর প্রতীক বা Symbol বলা হয়। প্রকৌশলীগণ ডিজাইনকৃত ালানে যে সকল নির্মাণ উপকরণ, ফিক্সচার ও সরঞ্জাম ব্যবহার করতে চান তা সাধারণত বিভিন্ন রকম প্রতীকের মাধ্যমে ব্যাখ্যা করে াকেন। ড্রয়িং-এ প্রতীক ব্যবহার করলে আর অতিরিক্ত নোট লেখার প্রয়োজন হয় না। ফলে প্রকৌশলীদের সময় বেঁচে যায় । আবার অনেক সময় ড্রয়িং-এ এমন সব নির্মাণ উপকরণ বা সরঞ্জাম ব্যবহার করা হয়, যার বিস্তারিত বিবরণ প্রদান করা কোনোভাবেই সম্ভব য়। তাই ড্রয়িংকে সহজবোধ্য ও অর্থবোধক করে উপস্থাপন করার জন্য প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় ।

প্রকৌশলীগণ দালানের ফ্লোর প্ল্যানে বিভিন্ন নির্মাণ উপকরণ, দরজা, জানালা, ফিক্সচার, প্লাম্বিং ও স্যানিটারি সামগ্রী, বৈদ্যুতিক সামগ্রী ইত্যাদি প্রতীকের মাধ্যমে প্রকাশ করে থাকেন। প্রতীক দেখে এসব বস্তু বা সামগ্রী সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে হলে প্রকৌশলীদের প্রতীক সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে।

 

ড্রয়িং এ কোড এবং প্রতীক

ড্রয়িং এ কোড এবং প্রতীক

ড্রয়িং এ কোড এবং প্রতীক

ড্রয়িং এ কোড এবং প্রতীক

ড্রয়িং এ কোড এবং প্রতীক

 

 

 

আরও পড়ুন:

Leave a Comment