কাঠামোর বিভিন্ন অংশ এর সর্বনিম্ন পুরুত্ব, গভীরতা, চওড়া এবং লোহার পরিমাণ আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর “কোড এবং প্রতীক” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।
কাঠামোর বিভিন্ন অংশ এর সর্বনিম্ন পুরুত্ব, গভীরতা, চওড়া এবং লোহার পরিমাণ
কাঠামোর বিভিন্ন অংশ যেমন—
ফুটিং, দেওয়াল, কলাম, বিম, গার্ডার, লিন্টেল, মেঝে ইত্যাদি কাজে আরসিসি ব্যবহার হয়ে থাকে। কাঠামোর অবস্থান, প্রকৃতি এবং এর উপর অর্পিত ভর বিবেচনা করে কাঠামোর বিভিন্ন অংশের সর্বনিম্ন পুরুত্ব, গভীরতা, চওড়া এবং লোহার পরিমাণ নির্ধারণ করা হয়। নিম্নে এর বিবরণ দেয়া হলো :
ভিত্তির ন্যূনতম গভীরতা ধরা হয় ৭৫ সেমি অর্থাৎ ফুটিংকে সাধারণত মাটির লেভেলের ৭৫ সেমি নিচে স্থাপন করা হয়। আর ভিত্তির চওড়া = ২ প্লিন্থের উপর দেওয়ালের পুরুত্ব + ৩০ সেমি (2T + 30 cm) অথবা মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা যদি প্রতি বর্গমিটারে ১০.৯৩৭ টন (মেট্রিক) হয়, তবে ভিত্তির চওড়া নিম্নরূপ হবে :
একতলা দালানের ক্ষেত্রে ঃ ০.৬ থেকে ০.৭৫মিটার
দু’তলা দালানের ক্ষেত্রে ঃ ০.৯ থেকে ১.০৫ মিটার
তিন তলা দালানের ক্ষেত্রে ঃ১.২ থেকে ১.৩৫ মিটার
কাঠামোতে বিম হিসাবে আয়তাকার বিম, টি-বিম এবং ডাবল রিইনফোর্সমেন্ট বিম সাধারণত ব্যবহার করা হয়। বিমের প্রান্ত অবস্থাসাপেক্ষে আয়তাকার বিমের সর্বনিম্ন গভীরতা নিম্নরূপ ধরা হয় :
এখানে, L = বিমের কার্যকরী স্প্যান (Effective span)। তবে হিসাবের সুবিধার্থে বিমের গভীরতা (D) বিমের মুক্ত স্প্যান দৈর্ঘ্যের এই থেকে অংশ ধরা হয় অর্থাৎ প্রতি মিটার দৈর্ঘ্যে
৮ সেমি থেকে ১০ সেমি হিসাবে ধরা হয়। আর চওড়া, বিমের গভীরতার – থেকে অংশ ধরা হয়।
আরসিসি স্ল্যাব হিসাবে একমুখী ও দ্বিমুখী স্ল্যাব ছাড়াও ফ্লাট স্ল্যাব, আরবি স্ল্যাব, রিবড্ স্ল্যাব ইত্যাদি ব্যবহার করা হয়। ACI কোড অনুযায়ী একমুখী সলিড স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব নিম্নরূপ ঃ
তবে ACI কোড অনুযায়ী ছাদ স্ল্যাবের পুরুত্ব = ৭.৫ সেমি এবং মেঝে স্ল্যাবের পুরুত্ব = ৯ সেমি এর কম হওয়া উচিত নয় । তবে আমাদের দেশে ১০ সেমি এর কম পুরুত্বে স্ল্যাব ঢালাই করা হয় না।
আর ACI কোড অনুযায়ী দ্বিমুখী স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব, । = স্ল্যাবের পরিসীমা ১৮০ অথবা ৯ সেমি এর কম নয়।
আরও পড়ুন: