স্ট্যান্ডার্ড হুক এবং বেন্ড

স্ট্যান্ডার্ড হুক এবং বেন্ড আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “কোড এবং প্রতীক” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

 

স্ট্যান্ডার্ড হুক এবং বেন্ড

 

৩.৪ স্ট্যান্ডার্ড হুক এবং বেন্ড :

আরসিসি কাঠামোতে বল প্রয়োগ করলে রড এবং কংক্রিটের মধ্যে বিভিন্ন মাত্রায় পাড়ন (Stress) সৃষ্টি হয়। ফলে এরা থেকে আলাদা হতে চায়। রড ও কংক্রিট এর মধ্যে সুদৃঢ় বন্ধন স্থাপনের জন্য কংক্রিটের মধ্যে ব্যবহৃত রডগুলোকে প্রান্তদিয়ে বাঁকিয়ে দেয়া হয়, যাতে প্রযুক্ত বলের প্রভাবে কংক্রিট থেকে রড আলাদা হতে না পারে। এটাই হুক (Hook) নামে পরিচিত। অধবৃত্তাকার বা সমকোণী (যা বেড নামে পরিচিত) আকারের হতে পারে। সুতরাং যান্ত্রিকভাবে পিছলানো প্রতিরোধকল্পে রচে পাছা সুপরিকল্পিত মাপ বা ACI কোডের মাপ অনুযায়ী বাঁক তৈরি করা হয়। এ সুপরিকল্পিত মাপের বাককে স্ট্যান্ডার্ড বা আদর্শ হুক বলে

 

স্ট্যান্ডার্ড হুক এবং বেস্ত

 

ACI কোড অনুযায়ী হক ও বেডের পরিমাপ

১। অর্ধবৃত্তাকার ছক (Semi-circular hook) বা ১৮০° হুক ঃ এ জাতীয় হুক তৈরি করতে বাঁকের ব্যাসার্ধ রডের ব্যাসের ে থেকে। গুণ এবং ঐ বাঁকের শেষ প্রান্ত থেকে আরও কমপক্ষে রডের ব্যাসের ৪ গুণের সমান দৈর্ঘ্যের রড সোজা অবস্থায় রাখা হয়।

২। সমকোণী বেন্ড বা ৯০° হুক : এ জাতীয় হুক বা বেড তৈরির জন্য বাঁকের ব্যাসার্ধ কমপক্ষে রডের ব্যাসের এবং বাঁকের শেষ প্রান্ত থেকে আরও কমপক্ষে ব্যবহৃত রডের ব্যাসের ১২ গুণ সমান দৈর্ঘ্যের রড সোজা অবস্থায় রাখা হয়

৩। স্টিরাপ এবং টাই এর হুক ঃ স্টিরাপ এবং টাই এর বেন্ড কেবল ৯০° কোণে অথবা ১৩৫° কোণে করা হয়। বাঁকের ব্যাসা রডের ব্যাসের ২- থেকে ৪ গুণ এবং মুক্ত প্রান্তে, ১০ থেকে ২৫ মিমি ব্যাসের রডের ক্ষেত্রে রডের ব্যাসের ৬ গুণ, ২৮ থেকে ৩৫ মিমি ব্যাসের ক্ষেত্রে ৮ গুণ এবং ৪৪ থেকে ৫৬ মিমি ব্যাসের রডের ক্ষেত্রে ১০ গুণ বর্ধিত রাখা হয়।

 

বেন্ডের ন্যূনতম ব্যাসার্ধ (Minimum radii of bends) ঃ

 

স্ট্যান্ডার্ড হুক এবং বেস্ত

 

রডের চাপান (Laps in rod) ঃ প্রয়োজনীয় দৈর্ঘ্যের রড পাওয়া না গেলে একটি রডকে অপরটির সাথে চাপান বেঁধে নেয়া হয় সাধারণত প্রসারণ বারে 30D, সংনমন বারে 24D করে বিবেচনা করা হয়। তাই প্রসারণ বারের ক্ষেত্রে হুকসহ 60D এবং সংনমন বারের ক্ষেত্রে 44D ধরা হয়। রডের দৈর্ঘ্য 6 মিটারের উপরে হলে চাপান (Lapping) বিবেচনা করা হয়। অর্থাৎ ৬ মিটারের উপ প্রতি ৬ মিটার এর জন্য একটি করে চাপান দৈর্ঘ্য বিবেচনা করা হয়।

আরও পড়ুন:

Leave a Comment