পাইল ক্যাপের কাজ

পাইল ক্যাপের কাজ আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “পাইলের গঠন” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

 

পাইল ক্যাপের কাজ

 

৫.২ পাইল ক্যাপের কাজ (Functions of pile cap) ঃ

পাইলের মাথা মূল ভিত্তির মধ্যে প্রবেশ করিয়ে দেয়ার প্রয়োজন। কারণ পাইলের উপর যদি মূল বুনিয়াদ বা ভিত্তি তৈরি করা

হয়, তবে যে-কোনো চলনে ( Movement) বুনিয়াদ স্থানান্তরিত হয়ে যেতে পারে। ফলে বুনিয়াদের পার্শ্ব সরণ তথা অসম বসন হতে পারে। এজন্য পাইলের মাথাগুলো একই সমতল (Level) করে বুনিয়াদের মধ্যে প্রবেশ করিয়ে কংক্রিট দ্বারা ঢেকে দিতে হয়। পাইল ও মূল বুনিয়াদের সংযোগস্থলে যে কাঠামো নির্মাণ করা হয়, তাকে পাইল ক্যাপ বলে।

 

নিম্নলিখিত কাজের জন্য পাইল ক্যাপ ব্যবহৃত হয় ঃ

১। সকল পাইলে সমানভাবে লোড স্থানান্তরের জন্য ।

২। কাঠামো ও ভিত্তি অর্থাৎ সাবস্টাকচার ও সুপারস্টাকচারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য । 

৩। সুপারস্টাকচারের সকল লোড পাইলের মাধ্যমে প্রয়োজনীয় শক্ত স্তরে স্থানান্তরের জন্য ।

যখন একটি কলাম বা পায়ার কেবল একটি পাইলের উপর সাপোর্ট প্রদান করে তখন কলামটিকে পাইলের উপর কেন্দ্র বরাবর অবস্থান করানো হয়। অপরদিকে যখন কলাম বা কোনো ভারবাহী কাঠামোর উপাংশকে একাধিক কলামের উপর স্থাপন করা হয়, তখন পাইলগুলোকে একটি দৃঢ় (Rigid) পাইল ক্যাপ দ্বারা সংযুক্ত করা হয়, যাতে প্রত্যেকটি কলামে লোড স্থানান্তরিত হতে পারে। সাধারণত সমপুরুত্বের স্ল্যাব দ্বারা পাইল ক্যাপ তৈরি করা হয়। পাইল ক্যাপ সাধারণত ১০ থেকে ১৫ সেমি পর্যন্ত বর্ধিত রাখা হয় এবং পাইলগুলোকে ক্যাপের ভিতর কমপক্ষে 15 সেমি প্রবেশ করানো উচিত।

 

পাইল ক্যাপের কাজ

 

পাইল বসানোর সময় হ্যামারের আঘাতে পাইলের মাথাকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে ক্যাপ বা হেলমেট ব্যবহার করা হয়। ক্যাপ কাস্ট আয়রন স্টিলের তৈরি। নিচে পাইল ড্রাইভ ক্যাপের চিত্র দেয়া হলো :

 

পাইল ক্যাপের কাজ

 

আরও পড়ুন:

Leave a Comment