পাইল গুচ্ছকরণ এর প্রয়োজনীয়তা আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর “পাইলের গঠন” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।
পাইল গুচ্ছকরণের প্রয়োজনীয়তা
৫.৪ পাইল গুচ্ছকরণের প্রয়োজনীয়তা (Necessity of pile grouping) :
সাধারণত কোনো কাঠামোর নিচে ভিত্তি হিসাবে অনেকগুলো পাইল ব্যবহৃত হয়। একাধিক পাইল পাশাপাশি বসিয়ে পাইলের গ্রুপ বা গুচ্ছ তৈরি করা হয়। ব্যবহারিক এবং তাত্ত্বিকভাবে এটি প্রমাণিত হয় যে, শ্রেণিবদ্ধ ঘর্ষণ পাইলের মোট ভারবহন ক্ষমতার পরিমাণ, প্রতিটি পাইলের ভারবহন ক্ষমতা x পাইলের সংখ্যা-এর কম হবে। কারণ মাটির অভ্যন্তরে পাইলের পীড়ন এলাকায় ওভারল্যাপিং হওয়ার ফলে প্রতিটি পাইলের ভারবহন ক্ষমতা হ্রাস পায়। প্রতিটি পাইলের ভারবহন ক্ষমতা হ্রাসের পরিমাণ, শ্রেণিবদ্ধ পাইলের আকার-আকৃতি এবং প্রতিটি পাইলের আকার, দৈর্ঘ্য, পারস্পরিক দূরত্ব ইত্যাদির উপর নির্ভর করে।
একটি গ্রুপের সমস্ত পাইলগুলো একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত বসিয়ে পাইলগুলোর উপরের অংশ একই লেভেল করে একটি কংক্রিট ক্যাপ দ্বারা সংযোগ দেয়া হয়। একটি ক্যাপের অধীনে অনেকগুলো পাইল বসানোর পদ্ধতিকে গ্রুপিং অব পাইল বা শ্রেণিবদ্ধ পাইল বলে। নিম্নলিখিত কাজের জন্য পাইল গুচ্ছকরণের প্রয়োজন ঃ
১। কলামে আগত লোড যখন একাধিক পাইল বহন করতে হয়।
২। পাইল ক্যাপ তৈরি করতে।
নিম্নে শ্রেণিবদ্ধ পাইলের মাথায় পাইল ক্যাপের চিত্র দেখানো হলো—
ব্যবহার অনুযায়ী বিভিন্ন প্রকার পাইল :
(ক) বিয়ারিং ও ফ্রিকশন পাইল ঃ নরম মাটি বা পানির মধ্য দিয়ে যে পাইল প্রয়োজনীয় ভারবাহী ক্ষমতাসম্পন্ন শক্ত স্তরে কাঠামোর লোডকে স্থানান্তরিত করে, তাকে বিয়ারিং পাইল (Bearing pile) বলে। এ পাইলকে সরাসরি মাটির অভ্যন্তরে শক্ত স্তরের উপর স্থাপন করা হয়। বিয়ারিং পাইল কাঠের বা কংক্রিটের হতে পারে। আর যে সকল স্থানে মাটি অনেক গভীরতা পর্যন্ত দুর্বল বা নরম থাকে, সেখানে প্রবিষ্ট পাইলের পার্শ্ববর্তী মাটি এবং পাইল সারফেসের মধ্যে উৎপন্ন ঘর্ষণ বলের মাধ্যমে লোড বহন করে। অর্থাৎ স্কিন ফ্রিকশন (Skin friction) এর মাধ্যমে লোডকে স্থানান্তরিত করে।
এ প্রকার পাইলকে ফ্রিকশন পাইল (Friction pile) বা ফ্লোটিং (Floating) পাইলও বলে। যেখানে গভীরতা বৃদ্ধির সাথে সাথে মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধি পায় না অথবা ভারবহন ক্ষমতা বৃদ্ধির হার গভীরতা বৃদ্ধির তুলনায় কম, সেখানে ফ্রিকশন পাইল ব্যবহার করা হয়। এ পাইলকে শক্ত মাটি বা পাথরের উপর পর্যন্ত প্রবেশ করানোর প্রয়োজন হয় না।
আরও পড়ুন:
- নির্দেশক ভগ্নাংশ [Representative fraction]
- স্কেলের সংজ্ঞা