কাঠের ট্রাস এর বিভিন্ন অংশ আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর “স্টিল স্ট্রাকচারের গঠন” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।
কাঠের ট্রাস এর বিভিন্ন অংশ
৮.৩ কাঠের ট্রান্সের বিভিন্ন অংশ (Label different parts of a wooden trust):
১। স্প্যান (Span) ঃ দুটি ওয়াল বা সাপোর্টের মধ্যবর্তী অনুভূমিক দূরত্বকে স্প্যান বলে। সাপোর্টদ্বয়ের মধ্যবর্তী অনুভূমিক মুক্ত দূরত্ব (Clear distance) কে ক্লিয়ার স্প্যান (Clear span) বলে। আর সাপোর্টদ্বয়ের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত অনুভূমিক দূরত্বকে কার্যকরী স্প্যান (Effective span) বলে।
২। ট্রাসের উচ্চতা (Height of truss ) : ওয়াল প্লেট হতে রিজ এর উপরিতল পর্যন্ত খাড়া দূরত্বকে ট্রাসের উচ্চতা বলে।
৩। ট্রান্সের পিচ (Pitch of tress) অনুভূমিকের সাথে সাধারণ
রাফটার (Common rafter) এর যে কোণ, তাকে ট্রাসের পিচ বলে।
৪। ঈভ বা ছাঁচ (Eaves) ঢালু ছাদের নিচের কিনারাকেই ঈভ বা
ছাঁচ বলে ।
৫। রিজ বা মটকা (Ridge) : ঢালু ছাদের দুই দিকের ঢাল উপরের দিকে যেখানে মিলিত হয়েছে, তাকে রিজ বলে।
৬। মটকার কাঠ (Ridge piece) : ঢালু ছাদের সবচেয়ে উঁচুতে অবস্থিত ভূমির সমান্তরালভাবে স্থাপিত কাঠকে অর্থাৎ যার উপর সাধারণ রাফটারের উপরের প্রান্তকে সংযুক্ত করা হয়, তাকে মটকার কাঠ বলে।
৭। ভ্যালি (Valley) : দুটি ঢালু ছাদ নিচের দিকে যেখানে মিলিত হয়ে তীক্ষ্ণ কোণ (Acute angle-৯০° এর চেয়ে ছোট কোণ) বা গাটারের সৃষ্টি করে, তাকে ভ্যালি বলে।
৮। গ্যাবল (Gable) ঃ দুই চালা ছাদের দুইদিকে থাকে ঢালু ছাদ। আর বাকি দুইদিক (End) এর দেওয়ালকে ত্রিকোণাকৃতি করে কাঠামো পর্যন্ত গেঁথে তুলতে হয়। এ ত্রিকোণাকৃতি অংশকে গ্যাবল বলে।
৯। হিপ (Hip) ঃ দুটি ঢালুপৃষ্ঠ যেখানে মিলিত হয়ে রিজ এর মতো গঠন করে এবং যার বহিস্থ কোণ ১৮০° এর চেয়ে বেশি তাকে হিপ বলে ।
১০। বার্জ বোর্ড (Barge board) : গেবল প্রান্তে ওয়াল প্লেট, পারলিন ও রিজ প্রান্তকে সংযুক্ত করে যে কাঠের বোর্ড বা তক্তার উপর গেবল প্রান্তকে আবদ্ধ করা হয়, তাকে বার্জ বোর্ড বলে ।
১১। সাধারণ রাফটার (Common rafter) ঃ মটকা থেকে ছাঁচ পর্যন্ত ছাদের ঢালের সমান্তরালে যে কাঠগুলোকে নির্দিষ্ট দূরত্ব পর পর ব্যবহার করা হয়, তাকে সাধারণ রাফটার বলে।
১২। পারলিন (Purlin) ঃ সাধারণত রাফটারের ভার বহন করার জন্য মটকার কাঠের সমান্তরালে যে কাঠগুলো নির্দিষ্ট দূরত্ব পর পর প্রধান রাফটারের উপর বসানো হয়, তাকে পারলিন বলে ।
১৩। হিপ রাফটার (Hip rafter) : হিপ বরাবর রিজ থেকে ছাঁচ এর কর্নার পর্যন্ত বিস্তৃত রাফটারকে হিপ রাফটার বলে।
১৪। ভ্যালি রাফটার (Valley rafter) : ভ্যালি বরাবর মটকা হতে ছাঁচ পর্যন্ত যে রাফটারকে স্থাপন করা হয়, তাকে ভ্যালি রাফটার বলে।
১৫। জ্যাক রাফটার (Jack rafter) ঃ রাফটার যখন রিজ এর পরিবর্তে হিপ অথবা ভ্যালি হতে ছাঁচ পর্যন্ত বিস্তৃত থাকে, তখন তাকে জ্যাক রাফটার বলে।
১৬। ড্রাগন টাই (Dragon tle) : হিপ রাফটারের নিচের প্রান্তে সংযুক্ত দুই দেওয়ালের উপর আড়াআড়িভাবে স্থাপিত কাঠ, যা হিপ রাফটারকে বহন করে, তাকে ড্রাগন টাই বলে।
১৭। ব্যাটেন (Batten) : ছাউনি ব্যবহার করার জন্য যে সরু পাতলা কাঠ সাধারণ রাফটারের উপর তারকাঁটা দ্বারা আটকানো হয়, তাকে ব্যাটেন বলে।
১৮। ক্লিট (Cleat) পারলিন যাতে সরে নিচে নেমে না যেতে পারে তার জন্য অর্থাৎ পারলিনকে সাপোর্ট দেয়ার জন্য যে কাঠের ব্লক ব্যবহার করা হয়, তাকে ক্লিট বলে।
১৯। ওয়াল প্লেট (Wall plate) : সাধারণ রাফটারকে আবদ্ধ করার জন্য দেওয়াল বা সাপোর্টের উপর পারলিন অথবা মটকার সমান্তরালে যে কাঠ স্থাপন করা হয়, তাকে ওয়াল প্লেট বলে।
২০। টেমপ্লেট (Template) : ট্রাসের প্রান্তে দেওয়ালের উপর কাঠের অথবা পাথরের অথবা সিসি এর তৈরি যে ব্লক ব্যবহার করা হয়, তাকে টেমপ্লেট বলে । এটি ট্রাসের কেন্দ্রীভূত লোডকে দেওয়ালের বৃহত্তর ক্ষেত্রফলে ছড়িয়ে দেয়।
২১। ঈভস বোর্ড বা ফেসিয়া বোর্ড (Eaves board or facia board) : ছাঁচ বরাবর রাফটারের নিম্ন প্রান্তগুলোর সাথে আবদ্ধ , তাকে ঈভস বোর্ড বলে। স্টিল স্ট্রাকচারের গঠন করে যে তক্তা লাগানো হয়
২২। ভ্যালি গাটার (Valley gutter) ঃ ভ্যালি এর ভিতর যাতে বৃষ্টির পানি প্রবেশ করতে না পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা হিসাবে ভ্যালি বরাবর যে নর্দমা লাগিয়ে বৃষ্টির পানি নিষ্কাশন করা হয়, তাকে ভ্যালি গাটার বলে।
২৩। বোর্ডিং (Boarding) : ছাদের ছাউনি স্থাপন করার জন্য সাধারণ রাফটারের উপর ভূমির সমান্তরালে যে পাতলা কাঠকে তারকাটা দ্বারা সংযুক্ত করা হয়, তাকে বোর্ডিং বা ব্যাটেন বলে।
২৪। প্রধান রাফটার (Principal rafter) : ট্রান্সের যে তির্যক মেম্বারের এক প্রান্ত মটকা এবং অন্য প্রাপ্ত টাই বিমের সাথে সংযুক্ত করা হয়, তাকে প্রধান রাফটার বলে। এ রাফটারের উপর অনুভূমিকভাবে পারলিন স্থাপন করে সাধারণ রাফটারকে সাপোর্ট প্রদান করা হয়।
২৫। কিং পোস্ট ট্রাস (King post truss ) : যখন ট্রাসের স্প্যান ৫ মিটার হতে ৪ মিটারের মধ্যে হয় তখন কিং পোস্ট ট্রাস ব্যবহার করা হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে ৯ মিটার স্প্যান পর্যন্ত কিং পোস্ট ট্রাস ব্যবহার করা হয়, যদি ট্রাসের মেম্বারগুলো খুব শক্ত ও মজবুত হয়। সাধারণত স্কুল, কলেজ, আবাসিকগৃহ যেখানে ৬ মিটারের অধিক নয় এমন স্থানে কাঠের কিং পোস্ট ট্রাস ব্যবহার করা হয়।
কিং পোস্ট ট্রাসের উপাংশগুলো হলো—
১। একটি টাই বিম (One tie beam)
২। দুটি প্রধান রাফটার (Two principal rafters)
৩। একটি কিং পোস্ট (One king post)
৪। দুইটি স্ট্রাট (Two struts)
৫। সাধারণ রাফটার (Common rafter)
৬। পারলিন এবং ক্লিট (Purlin and cleat)
৭। মটকার কাঠ (Ridge piece)।
ট্রাসের সর্বনিম্নে থাকে টাই বিম। টাই বিমের কাজ প্রধান রাফটারের প্রান্তদ্বয়কে ধারণ করা ছাড়াও ধাক্কার কারণে ছড়িয়ে যাওয়া থেকে দেওয়ালকে রক্ষা করা। ঝুলে যাওয়া (Sagging) থেকে টাই বিমকে রক্ষা করতে কিং পোস্ট ব্যবহার করা হয়। আর প্রধান রাফটারের ঝুলে যাওয়া প্রতিরোধ করে তির্যক স্ট্রাট, যা টাই বিম এবং প্রধান রাফটারের সাথে সংযুক্ত থাকে। সাধারণ রাফটার এর প্রান্তগুলোকে সাপোর্ট প্রদান করতে ছাদের সর্ব উপরে রিজ বিম প্রদান করা হয়। ট্রাসের লোডকে দেওয়ালের বৃহত্তর, ক্ষেত্রফলে ছড়িয়ে দেয়ার জন্য পাথর বা কংক্রিটের বেড ব্লকের উপর ট্রাস স্থাপন করা হয়।
কুইন পোস্ট ট্রাস (Queen post truss ) ঃ স্প্যান ৮ থেকে ১২ মিটারের মধ্যে হলে কুইন পোস্ট ট্রাস ব্যবহার করা হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে ১৪ মিটার পর্যন্ত হতে পারে। গুদামঘর, সিনেমা হল, কলকারখানা ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ইত্যাদিতে অর্থাৎ যেখানে স্প্যান অনধিক ১২ মিটার, সেখানে কুইন পোস্ট ট্রাস ব্যবহার করা হয়।
কুইন পোস্ট ট্রাসের উপাংশগুলো হলো—
১।. দুটি কুইন পোস্ট (Two queen posts)
২। দুটি প্রধান রাফটার (Two principal rafters)
৩। দুটি স্ট্রাট (Two struts)
৪। টাই বিম (Tie beam)
৫। স্ট্রেনিং বিম (Straining beam)
৬। স্ট্রেনিং সিল (Straining sill)
৭। পারলিন (Purlin)
৮। ক্লিট (Cleat)।
এ ট্রাসের ঠিক মধ্যখানে একটি কিং পোস্ট না দিয়ে টেনশন মেম্বার হিসাবে দুটি খাড়া পোস্ট ব্যবহার করা হয়। একে কুইন পোস্ট বলে। টাই বিমের ঝুলা (Sagging) প্রতিরোধ করতে কুইন পোস্ট ব্যবহার করা হয়। কুইন পোস্টকে সঠিক অবস্থানে রাখার জন্য উপরের দিকে অনুভূমিক মেম্বার হিসাবে স্ট্রেনিং বিম দ্বারা সংযোগ দেয়া হয়। স্ট্রেনিং বিম প্রধান রাফটারের উপরের প্রান্তের ধাক্কা গ্রহণ করে এবং সংযোগকে দৃঢ়তা প্রদান করে।
আর স্ট্রেনিং সিল টাই বিমের উপর কুইন পোস্টের পাদদেশদ্বয়ের মধ্যে আবদ্ধ করা হয় এবং যা স্ট্রাটের ধাক্কা প্রতিরোধ করে। প্রধান রাফটার, স্ট্রেনিং বিম, স্ট্রেনিং সিল এবং স্ট্রাটদ্বয়ে চাপা বল বহন করে। অপরদিকে কুইন পোস্টদ্বয় এবং টাই বিম টানা বল বহন করে। প্রধান রাফটারদ্বয় কুইন পোস্টের মাথায় গিয়ে শেষ হয়। আর সাধারণ রাফটারগুলো রিজ এর সাথে যুক্ত করা হয়।
আরও পড়ুন: