স্টিলের কাঠামোর ক্ষেত্রে রিভেট এবং ওয়েল্ডিং জোড়া আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর “স্টিল স্ট্রাকচারের গঠন” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।
Table of Contents
স্টিলের কাঠামোর ক্ষেত্রে রিভেট এবং ওয়েল্ডিং জোড়া
৮.৮ স্টিলের কাঠামোর ক্ষেত্রে রিভেট এবং ওয়েল্ডিং জোড়া (Steel structure joints with rivets & welding) ঃ
সকল ধরনের স্টিলের কাঠামো তৈরির জন্য, বিভিন্ন ধরনের স্টিলের মেম্বারসমূহকে পরস্পরের মধ্যে সংযুক্তকরণের প্রয়োজন । এ সংযুক্তকরণের জন্য দুই ধরনের জোড়ার দরকার হয়। জোড়া দুটি হলো : জয়েন্টকে দু’ভাগে ভাগ করা হয়, যথা :
১। রিভেট জয়েন্ট (Rivetted Joint) এবং
২। ওয়েল্ডেড জয়েন্ট (Welded Joint)।
১। রিভেটেড জয়েন্ট (Reveted joints)
একটি ধাতব পাতকে অপর একটি ধাতব পাতের সাথে রিভেট দ্বারা সংযুক্ত করাকে রিভেট জয়েন্ট বলে।
রিভেট জয়েন্ট এর প্রকারভেদ (Classification of rivetted joint) :
পাত সংযুক্ত করার পদ্ধতি অনুযায়ী রিভেট জয়েন্ট দু’প্রকার, যথা ঃ
১। ল্যাপ জয়েন্ট (Lap joint)
২। বাট জয়েন্ট (Butt joint) ।
ল্যাপ জয়েন্ট (Lap joint) :
একটি পাতের উপর অপর একটি পাত স্থাপন করে রিভেটের সাহায্যে সংযুক্ত করাকে ল্যাপ জয়েন্ট বলে। এক সারি অথবা দুই সারি অথবা অনেকগুলো সারি রিভেটের সাহায্যে পাতদ্বয়কে পরস্পর সংযুক্ত করা হয়।
বাট জয়েন্ট (Butt Joint) :
দুটি পাতের প্রান্তদ্বকে মুখোমুখি স্থাপন করে তাদের মিলন স্থলের উপরে বা নিচে অথবা উভয় তলে কভার প্লেট স্থাপন করে রিভেট দ্বারা সংযুক্ত করাকে বাট জয়েন্ট বলে। সাধারণত কভার প্লেটের সাথে মূল পাতদ্বয়কে রিভেট দ্বারা সংযুক্ত করা হয় । এ জোড়া
দু’প্রকার, যথাঃ
১। এক কভার বাট জয়েন্ট (Single cover butt joint)
২। দু’কভার বাট জয়েন্ট (Double cover butt joint) |
২। ওয়েল্ডিং জয়েন্ট (Welding joints) :
ওয়েল্ডিং এর সাহায্যে বিভিন্ন মেম্বারকে পরস্পর সংযুক্ত করাকে কানেকশন বলে। ওয়েন্ডিং হল-দুই বা ততোধিক মেটাল পার্টস এর সংযোজন পদ্ধতি। দুটি ধাতব খণ্ডকে পাশাপাশি অবস্থান করিয়ে তাদের উপরিভাগকে উচ্চ তাপে উত্তপ্ত করা হয় এবং তাদের মধ্যে অন্য কোন গলিত ধাতু প্রয়োগ করা হয়। অতঃপর ঠাণ্ডা হয়ে ধাতব খণ্ডদ্বয়কে একত্রে আবদ্ধ করে। এরূপে ওয়েল্ডিং এর মাধ্যমে খণ্ডদ্বয়কে একত্রে আবদ্ধ করা বা জোড়া দেয়ার পদ্ধতিকে ওয়েল্ডেড কানেকশন বলে।
এ পদ্ধতিতে দুটি পাতের যে পার্শ্বষয়কে সংযুক্ত করতে হবে, সে পার্শ্বষয়কে উত্তপ্ত করত উত্তপ্ত গলিত ধাতব পদার্থ উত্তপ্ত পাতের উপর প্রয়োগ কালে কিছু অংশ গলে যায়। ফলে তাপমাত্রা কমে গেলে গলিত পদার্থ জমাট বেঁধে পাতদ্বয়কে সংযুক্ত করে একটি নতুন পাতে পরিণত করে। ধাতব পদার্থ গলানোর জন্য অনেক পদ্ধতি রয়েছে। তবে অক্সি এসিটিলিন (Oxyacetylene) গ্যাস পদ্ধতি এবং বৈদ্যুতিক আর্ক (Arc) পদ্ধতি বহুল প্রচলিত। মেশিন এবং কাঠামোর সংযোগের জন্য রিডেটেড জয়েন্টের পরিবর্তে ওয়েন্ডেড জয়েন্ট বিশ্বস্ততার সাথে প্রদান করা যায়।
ওয়েল্ডেড জয়েন্ট বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এদের মধ্যে তিনটি প্রধান, যথা ঃ
১। বাট ওয়েল্ড জয়েন্ট (Butt weld joint)
২। ফিলেট ওয়েল্ড বা ল্যাপ ওয়েল্ড জয়েন্ট (Fillet weld or lap weld joint)
৩। প্লাগ বা স্লট ওয়েল্ড জয়েন্ট (plug or slot weld joint) ।
বাট ওয়েল্ড জয়েন্ট :
দুটি মেটাল খণ্ডকে পাশাপাশি বা মুখোমুখি রেখে যে ওয়েল্ডিং করা হয়, তাকে বাট ওয়েল্ডিং বলে। বাট ওয়েল্ডিং এর জোড়াস্থান উত্তলাকার। এর জন্য প্রায় 10% অতিরিক্ত জায়গা (প্লেটের) এর প্রয়োজন, যাকে রিইনফোর্সমেন্ট (reinforcement) বলে। এজন্য কেবলমাত্র প্রকৌশল কাজের T-এর ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহৃত হয়।
দুটি পাতকে একটির উপর অপরটি বসিয়ে অথবা সমকোণে মিলিত পাতকে এ পদ্ধতিতে সংযুক্ত করা হয়। ওয়েল্ডিং স্থানের প্রস্থচ্ছেন ত্রিভুজাকৃতির হয়। ওভার ল্যাপ এবং কর্ণার জোড় প্রকৌশল কাজে বহুল প্রচলিত।
ওভার ল্যাপ জোড়-
(ক) সিঙ্গেল ট্রান্সভার্স (Single transverse)
(খ) ডাবল ট্রান্সভার্স (Double transverse)
(গ) প্যারালাল ট্রান্সভার্স (Parallel transverse)।
প্লাগ বা স্লট জোড় যখন জোড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জায়গা পাওয়া যায় না, তখন একটি পাতে স্লট বা বৃত্তাকার ছিদ্র করে উক্ত ছিদ্রের পরিধি। বরাবর ওয়েল্ডিং করে জোড়া দেওয়ার পদ্ধতিকে প্লাগ বা স্লট জোড়া বলে।
বৃত্তাকার বা স্লট (আয়তাকার) ছিদ্রের ন্যূনতম ব্যাস = ছিদ্রযুক্ত পাতের পুরুত্ব + ৮ মিমি হবে এবং সর্বোচ্চ ব্যাস পাতের পুরুত্বে ২.২৫ গুণ হবে।
আরও পড়ুন: