স্প্রেড বুনিয়াদ বা ভিত্তি

স্প্রেড বুনিয়াদ বা ভিত্তি আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “ইটের প্রেত বুনিয়াদ [ ব্যবহারিক ]” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

 

স্প্রেড বুনিয়াদ বা ভিত্তি

 

কাঠামোর সর্বনিম্ন অংশ, যা মাটির অভ্যন্তরে থাকে, তাকে বুনিয়াদ বা ভিত্তি (Foundation) বলে। কোন কাঠামোর নিম্নভাগের যে অংশ মাটির নিচে অবস্থান করে তাকে ভিত্তি বা ফাউন্ডেশন বলে।ইহার মাধ্যমেই সমস্ত স্ট্রাকচার এবং ইহার উপস্থিত সমস্ত কিছুর ভার তলদেশের মাটিতে পৌছে । ভিত্তির স্থায়িত্ত দৃরতার জন্য শক্ত ভুমির বিশেষ প্রয়োজন । বুনিয়াদের প্রধান কাজ হারা ওঠোমোর ওজনকে শক্ত ভূমির উপর স্থানান্তর করা। এজন্য কাঠামোর ওজনকে মাটির বৃহত্তর এলাকায় বন্টন করার জন্য বুনিয়াদকে বাপে ধাপে প্রশস্ততর করা হয়। যখন কাঠামোর দেওয়াল অধিক লোড বহন করে অথবা মাটির ভার বহন ক্ষমতা খুব বেশি হয়, তখন বুনিয়াদকে অফসেটের মাধ্যমে ধাপে ধাপে প্রশস্ত করা হয়। নিম্নে প্রতিটি অফসেটের গ্রন্থ ও উচ্চতা এবং ভিত্তির গভীরতা নির্ণয় দেখানো হলো:

 

স্প্রেড বুনিয়াদ
স্প্রেড বুনিয়াদ বা ভিত্তি

 

ইটের স্প্রেড বুনিয়াদকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন-

১। স্ট্রাইপ ফুটিং (Strip footing)-

(ক) সিম্পল ফুটিং (Simple footing) 

(খ) স্টেপড ফুটিং (Stepped footing)

 

২। প্যাড ফুটিং (Pad footing)- 

(ক) সিম্পল প্যাড ফুটিং (Simple pad footing) 

(খ) স্টেপড প্যাড ফুটিং (Stepped pad footing

 

স্প্রেড বুনিয়াদ
স্প্রেড বুনিয়াদ বা ভিত্তি

 

ভিত্তি ও ভিত্তিতলের মধ্যে পার্থক্য :

ভিত্তি     ১।ভিত্তি স্ট্রাকচার এর একটি অংশ ।
২।স্ট্রাকচার এর সবচেয়ে নিচের অংশ যাহা G,L এর নিচে অবস্থান করে তাকে ভিত্তি বলে ।

৩। ভিত্তির স্থায়িত্তশীলতা ভিত্তিতলের উপর নির্ভর করে ।

ভিত্তিতল

১ ।ভিত্তিতল স্ট্রাকচার এর একটি অংশ নয়।

২। ভিত্তি স্থাপন করার জন্য যে ট্রেন্স কাটা হয় ঐ ট্রেন্স এর তলদেশকে ভিত্তিতল বলে ।
৩। ভিত্তি তলের স্থায়িত্তশীলতা মাটির ভার বহন ক্ষমতার উপর নির্ভর করে ।

 

আরও পড়ুন:

 

Leave a Comment