আরসিসি বর্গাকার প্রি-কাস্ট পাইলের ছেদিত চিত্র বিস্তারিত অঙ্কন

আরসিসি বর্গাকার প্রি-কাস্ট পাইলের ছেদিত চিত্র বিস্তারিত অঙ্কন আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “পাইন ও পাইল ক্যাপের বিস্তারিত চিত্র অঞ্চন [ ব্যবহারিক ]” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

 

আরসিসি বর্গাকার প্রি-কাস্ট পাইলের ছেদিত চিত্র বিস্তারিত অঙ্কন

 

 

৫২. আরপিপি বর্গাকার বিকাস্ট পাইপের ছেদিত চিত্র বিস্তারিত অঙ্কন (Draw the section of squ pre-cost RCC pile):

 

নির্মাণপদ্ধতি ঃ

১। প্রথমে পাইলের আকার-আকৃতি অনুযায়ী ফর্মওয়ার্ক তৈরি করা হয়। ফর্মের মধ্যে কংক্রিট দিয়ে পূর্ণ করার পূর্বে তৈল সাবানের সলুশন ব্যবহার করা হয়।

২। কাঠামোর লোড বহন করা ছাড়াও পাইলকে স্থানান্তর ও বসানোর সুবিধার জন্য ডিজাইন অনুসারে রডের পাঁচা ফর্মার মধে স্থাপন করা হয়। চারিদিকে প্রয়োজনীয় কভারিং প্রদানের ব্যবস্থা করা হয়। পাইলকে বসানোর সুবিধার জন্য নিম্ন প্রান্তে কাস্ট আয়রসু এবং স্টিল স্ট্রাপ (Strap) ব্যবহার করা হয়। 

৩। এ পাইলকে সাধারণত অনুভূমিকভাবে ঢালাই করা হয়। 1 : 2 : 4 অনুপাতের কংক্রিট দ্বারা এ পাইল তৈরি করা হয়। তবেবেশি লোড বহনক্ষম পাইল তৈরি করতে 1 : 空 : 3 অনুপাতের কংক্রিট ব্যবহার করা হয়। কংক্রিট ফর্মার মধ্যে ঢেলে ভাইব্রেটরে সাহায্যে র‍্যামিং করা হয়। বসানোর সময় পাইলের উপরের প্রান্ত যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য । ; 1:2 অনুপাতের কংক্রিট ঢালাই করা হয়।

৪। ঢালাই এর তিন দিন পর ফর্মা খুলে ফেলা হয়। তারপর কমপক্ষে সাতদিন পর্যন্ত ঢালাই স্থানে পাইপকে কিউরিং করা হয়। পরে পাইলকে ঢালাই স্থান থেকে কিউরিং করা স্থানে নিয়ে তিন সপ্তাহ যাবৎ কিউরিং করার পর পাইল বসানো হয়।

নিম্নে বর্গাকার প্রি-কাস্ট আরসিসি পাইলের চিত্র দেওয়া হলোঃ

 

পাইলের ছেদিত চিত্র
আরসিসি বর্গাকার প্রি-কাস্ট পাইলের ছেদিত চিত্র বিস্তারিত অঙ্কন
পাইলের ছেদিত চিত্র
আরসিসি বর্গাকার প্রি-কাস্ট পাইলের ছেদিত চিত্র বিস্তারিত অঙ্কন

 

আরও পড়ুন:

Leave a Comment