কাঠামোর জোড় (Joint in structures) 

কাঠামোর জোড় (Joint in structures)  আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “প্রতীক চিহ্ন [ ব্যবহারিক ]” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

 

 

 

কাঠামোর জোড় (Joint in structures) 

 

৩.৫ কাঠামোর জোড় (Joint in structures) 

অঙ্কন : কাঠামোতে সাধারণত নিম্নলিখিত জোড়গুলো প্রদান করা হয় :

কাঠামোতে সাধারণত নিম্নলিখিত জোড়গুলো প্রদান করা হয় :

(ক) প্রসারণ জোড় (Expansion Joint)

(খ) সংকোচন জোড় (Contraction Joint)

(গ) নির্মাণ জোড় (Construction Joint) 

(ঘ) বিচ্ছিন্ন জোড় (Isolation Joint)

(ঙ) স্নাহাডং জোড় (Sliding Joint)

 

নিম্নে উপরোক্ত প্রথম তিন ধরনের জোড়ের চিত্র অঙ্কন করে দেখানো হলো : 

(ক) প্রসারণ জোড় (Expansion joint) এর চিত্র অঙ্কন। 

 

১। দেওয়ালে প্রসারণ জোড়ের চিত্র অঙ্কন :

 

joint in structures
কাঠামোর জোড়

 

৩। মেঝে সমতলে (Floor level) প্রসারণ জোড়ের চিত্র অঙ্কন :

 

কম্প্রেশন জয়েন্ট অঙ্কন
মেঝে সমতলে (Floor level) প্রসারণ জোড়ের চিত্র অঙ্কন

 

৪। ভিত্তি সমতলে (Foundation level) প্রসারণ জোড়ের চিত্র অঙ্কন :

 

কম্প্রেশন জয়েন্ট অঙ্কন
ভিত্তি সমতলে (Foundation level) প্রসারণ জোড়ের চিত্র অঙ্কন

 

ফ্রেইমড স্ট্রাকচারে (Framed structure) প্রসারণ জোড় :

 

কম্প্রেশন জয়েন্ট অঙ্কন
ফ্রেইমড স্ট্রাকচারে (Framed structure) প্রসারণ জোড়
কম্প্রেশন জয়েন্ট অঙ্কন
ফ্রেইমড স্ট্রাকচারে (Framed structure) প্রসারণ জোড়

 

(খ) সংকোচন জোড় (Contraction Joint) এর চিত্র অঙ্কন :

পানিধারক কাঠামোর দেওয়ালে (Walls of water retaining structures) সংকোচন জোড়ের চিত্র অঙ্কন

 

কম্প্রেশন জয়েন্ট অঙ্কন
সংকোচন জোড় (Contraction Joint) এর চিত্র অঙ্কন

 

A-Complete contraction joint 

B-Partial contraction joint 

C-Dummy contraction joint

 

কম্প্রেশন জয়েন্ট অঙ্কন

 

(গ) নির্মাণ জোড় (Construction Joint) এর চিত্র অঙ্কন :

 

কম্প্রেশন জয়েন্ট অঙ্কন
নির্মাণ জোড় (Construction Joint) এর চিত্র অঙ্কন

 

A-View showing stop board with wooden key fixed to slab shuttering 

B, C- Alternative detail of keys

D- Section showing dimensions of key

E-Section showing stop board in position for forming construction joint.

 

আরও পড়ুন:

Leave a Comment