সারফেস ড্রেন

আমাদের আজকের আলোচনার বিষয়ঃ সারফেস ড্রেন।

সারফেস ড্রেন

সারফেস ড্রেনের সঙ্গা

বৃষ্টির পানি, রান্নাঘর ও বাথরুম থেকে নির্গত ময়লা পানি অপসারণের নিমিত্তে ভূমির উপর যে পরোনালি (ডেন) নির্মাণ করা হয়, তাকে সারফেস ড্রেন বলে।

সারফেস ড্রেনের প্রয়োজনীয়তা

নিম্নলিখিত কারণে সারফেস-ড্রেনের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।

১. দালানে বসবাসকারীদের ব্যবহার্য পানি নিরাপদ দূরত্বে অপসারণের জন

২. ছাদের উপরের ও ভবনের চারপাশের বৃষ্টির পানি অন্যত্র অপসারণের জন্য।

৩. দালানের চারপাশে স্যাঁতসেঁতে ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকে রক্ষা করার জ

৪. দালানের গোড়ার অর্থাৎ ভিত্তিতে পানি প্রবেশে বাধা প্রদান করার জন্য।

 

সারফেস ড্রেন

 

সারফেস  ক্রেনের প্রকারভেদ

সারফেস-ড্রেন সাধারণত দুই প্রকারের হয়। যথাঃ

১. খোলা পরোনালি বা ওপেন সারফেস ছেন আবাসিক গৃহের বাসিন্দাদের ব্যবহার্য পানি, ছাদ থেকে নির্গন্ধ বৃষ্টির পানি ইত্যাদি অপসারণের নিমিত্বে ওপেন সারফেস-ড্রেন নির্মাণ করা হয়। এগুলো আকারে ছোট এবং মুখ খোলা থাকার পরিষ্কারে সুবিধা হয়। নাড়ির ওপেন সারফেস-ড্রেন রাজার বড় পরোনালি (জেন) যা সিউয়ারেজ ড্রেনের সাথে সংযুক্ত রাখা হয়।

২. বন্ধ পরোনালি বা ফ্রোভাড সারবেন ড্রেন রাস্তার উপরিস্থিত বৃষ্টির পানি এবং আবাসিক ইমারতগুলো থেকে নির্গত ময়লা পানি অপসারণের নির্মিত্বে রাখার একপার্শ্বে বা উত্তরপার্শ্বে বড় থাকানো ড্রেন নির্মাণ করা হয়। এগুলোর উপরে আর.সি.সি. ল্যাবের ঢাকনা দিয়ে পায়ে হেঁটে চলাচলের ব্যবস্থা বা ফুটপাথ নির্ম করা হয়। এ জাতীয় ড্রেন পরিষ্কারের জন্য নির্দিষ্ট দূরত্ব পর পর ম্যানহোল রাখা হয়।

 

সারফেস ড্রেন

 

সারফেস-ড্রেন নির্মাণের কলাকৌশল

সারফেস-ড্রেন সাধারণত চ্যানেল আকৃতির হয়। এটা কংক্রিট বা ম্যাশনারি উভয় প্রকারের হতে পারে। সারফেস- ড্রেন নির্মাণের সময় সঠিক চাল বা প্রেড নির্মাণে জয়েন্ট বজার রাখতে হয়। এ চাল বা প্রোপ ১:৪০ থেকে ১:৩০ পর্যন্ত হয়ে থাকে। ইট দিয়ে সারফেস-ড্রেন নির্মাণ হলে উন্নত মর্টার দিয়ে প্লাস্টার করতে হয়।

রাজার বড় সারফেস ফেন শেষদ্ধ (Out fall) নদী বা নিচু এলাকা কিংবা বিলে শেষ করা হয়। বন্ধ ে পরিষ্কারের জন্য নির্দিষ্ট দূরত্ব পর পর ম্যানহোল রাখতে হয়।

অনুশীলনী – ২০

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। সারফেস-ড্রেন কাকে বলে?

২। সারফেস-ড্রেন কত প্রকার?

৩। খোলা পয়োনালি বা ওপেন সারফেস-ড্রেন কী?

৪। বন্ধ পয়োনালী বা ক্লোজড সারফেস-ড্রেন কী?

 

Google_news_logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১। সারফেসডেনের প্রয়োজনীয়তা লেখ।

২। খোলা পয়োনালি বা ওপেন সারফেস-ড্রেন কী? ব্যাখ্যা করা।

৩। বন্ধ পয়োনালী বা ক্লোজড সারফেস-ড্রেন কী? ব্যাখ্যা কর।

রচনামূলক প্রশ্ন

১। সারফেস-ড্রেন নির্মাণের কলাকৌশল বর্ণনা কর। ২। বিভিন্ন ধরনের সারফেস-ড্রেনের সংক্ষিপ্ত বর্ণনা দাও।

আরও দেখুনঃ

Leave a Comment