আজকের আলোচনার বিষয়ঃ সিভিল কন্সট্রাকশন ১ – এসএসসি, ভোকেশনাল
সিভিল কন্সট্রাকশন ১ – এসএসসি, ভোকেশনাল
Table of Contents
সিভিল কন্সট্রাকশন ১ – এসএসসি, ভোকেশনাল
শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকসমূহ পরিবর্তনশীল চাহিদার পরিপ্রেক্ষিতে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথভাবে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উদ্যোগী হওয়াসহ উচ্চশিক্ষার পথ সুগম হবে। ফলে রূপকল্প- ২০২১ অনুযায়ী জাতিকে বিজ্ঞানমনস্ক ও প্রশিক্ষিত করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা উজ্জীবিত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৯ শিক্ষাবর্ষ হতে সকলস্তরের পাঠ্যপুস্তক বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোমলমতি শিক্ষার্থীদের আরও আগ্রহী, কৌতূহলী ও মনোযোগী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক স্তর থেকে শুরু করে ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল স্তরের পাঠ্যপুস্তকসমূহ চার রঙে উন্নীত করে আকর্ষণীয়, টেকসই ও বিনামূল্যে বিতরণ করার মহৎ উদ্যোগ গ্রহণ করেছে; যা একটি ব্যতিক্রমী প্রয়াস ।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক রচিত ভোকেশনাল স্তরের ট্রেড পাঠ্যপুস্তকসমূহ সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০১৭ শিক্ষাবর্ষ থেকে সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণের দায়িত্ব গ্রহণ করে। উন্নতমানের কাগজ ও চার রঙের প্রচ্ছদ ব্যবহার করে পাঠ্যপুস্তকটি প্রকাশ করা হলো।
বানানের ক্ষেত্রে সমতা বিধানের জন্য অনুসৃত হয়েছে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানান রীতি। ২০১৮ সালে পাঠ্যপুস্তকটির তত্ত্ব ও তথ্যগত পরিমার্জন এবং চিত্র সংযোজন, বিয়োজন করে সংস্করণ করা হয়েছে। পাঠ্যপুস্তকটির আরও উন্নয়নের জন্য যে কোনো গঠনমূলক ও যুক্তিসংগত পরামর্শ গুরুত্বের সাথে বিবেচিত হবে। শিক্ষার্থীদের হাতে সময়মত বই পৌঁছে দেওয়ার জন্য মুদ্রণের কাজ দ্রুত করতে গিয়ে কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে যেতে পারে।
পরবর্তী সংস্করণে বইটি আরও সুন্দর, প্রাঞ্জল ও ত্রুটিমুক্ত করার চেষ্টা করা হবে। যাঁরা বইটি রচনা, সম্পাদনা, প্রকাশনার কাজে আন্তরিকভাবে মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাঁদের জানাই আন্তরিক ধন্যবাদ । পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পাঠ করবে এবং তাদের মেধা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করি ।
সিভিল কন্সট্রাকশন ১ – এসএসসি, ভোকেশনালের সূচিপত্র
(১ম পত্র)
তাত্ত্বিক অংশ
প্রথম অধ্যায়ঃ সিভিল কন্সট্রাকশনের ইট
দ্বিতীয় অধ্যায়ঃ সিভিল কন্সট্রাকশনের বালি
তৃতীয় অধ্যায়ঃ সিভিল কন্সট্রাকশনের পাথর
চতুর্থ অধ্যায়ঃ সিভিল কন্সট্রাকশনের পানি
পঞ্চম অধ্যায়ঃ সিভিল কন্সট্রাকশনের সিমেন্ট
ষষ্ঠ অধ্যায়ঃ সিভিল কন্সট্রাকশনের চুন
সপ্তম অধ্যায়ঃ সিভিল কন্সট্রাকশনের লোহা (এম. এস. রড)
অষ্টম অধ্যায়ঃ সিভিল কন্সট্রাকশনের টিম্বার
নবম অধ্যায়ঃ নির্মাণকাজের হ্যান্ড টুলস ও ইকুইপমেন্ট
দশম অধ্যায়ঃ সিভিল কন্সট্রাকশনের মসলা (মর্টার)
একাদশ অধ্যায়ঃ ইটের সলিং
দ্বাদশ অধ্যায়ঃ দেয়ালের গাঁথুনিতে ব্যবহৃত বন্ড
ত্রয়োদশ অধ্যায়ঃ সিভিল কন্সট্রাকশনের ফাউন্ডেশন
চতুর্দশ অধ্যায়ঃ ইট বা ব্লকে গাঁথুনির কাজ
পঞ্চদশ অধ্যায়ঃ সিভিল কন্সট্রাকশনের স্ক্যাফোল্ডিং
ষোড়শ অধ্যায়ঃ সিভিল কন্সট্রাকশনের সোরি
সপ্তদশ অধ্যায়ঃ সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং
ব্যবহারিক অংশ
- সিভিল কনস্ট্রাকশন শপের টুলস, ইকুইপমেন্ট এবং যন্ত্রপাতির পরিচিতি ও রক্ষণাবেক্ষণ
- কাঠের ট্রাই স্কয়ার তৈরিকরণ
- ভূমির উপর সমকোণ তৈরিকরণ
- ভূমির উপর আয়তক্ষেত্র তৈরিকরণ
- লেভেল সম্পন্নকরণ
- ভিত্তির প্রস্থ চিহ্নিতকরণ
- ভিত্তি খননকরণ
- সাইজ অনুযায়ী ইট কাটা (ক্লোজার)
- ইটের সোলিং করণ
- মসলা ছাড়া ইটের গাঁথুনিকরণ
- মসলা (মর্টার) তৈরিকরণ
- ইটের গাঁথুনিকরণ
- গাঁথুনির কাজে দেয়ালের কর্নার সংযোগকরণ
- প্রধান দেয়ালের সাথে পার্টিশন দেয়ালের সংযোগকরণ
(২য় পত্র)
তাত্ত্বিক অংশ
প্রথম অধ্যায়ঃ সিভিল কন্সট্রাকশনের হ্যামার
দ্বিতীয় অধ্যায়ঃ কাটিং টুলস
তৃতীয় অধ্যায়ঃ মিজারিং টুলস
চতুর্থ অধ্যায়ঃ সেকিং, স্মুথিং টুলস এবং মিক্সিং মেশিন
পঞ্চম অধ্যায়ঃ লেভেলিং টুলস
ষষ্ঠ অধ্যায়ঃ ব্যবহারিক যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ
সপ্তম অধ্যায়ঃ যন্ত্রপাতি ব্যবহারে সাবধানতা
অষ্টম অধ্যায়ঃ সিভিল কন্সট্রাকশনের স্ট্রাকচার
নবম অধ্যায়ঃ রিটেইনিং ওয়াল
দশম অধ্যায়ঃ অ্যাবাটমেন্ট ও পায়ার
একাদশ অধ্যায়ঃ সিভিল কন্সট্রাকশনের খিলান (আর্চ)
দ্বাদশ অধ্যায়ঃ সিরামিক ব্রিকস ও টাইলস
ত্রয়োদশ অধ্যায়ঃ ফাঁপা ব্লক
চতুর্দশ অধ্যায়ঃ ফলস সিলিং
পঞ্চদশ অধ্যায়ঃ থাই অ্যালুমিনিয়াম
ব্যবহারিক অংশ
- ইমারতের লে-আউট দেয়ার কৌশল
- ইমারতের বুনিয়াদ নির্মাণ কৌশল
- ইটের দেয়াল নির্মাণ কৌশল
- ইটের পিলার নির্মাণ কৌশল
- কর্ণার দেয়াল নির্মাণ কৌশল
- বৃত্তাকারে ইটের গাঁথুনি করার কৌশল
- খিলান (আর্চ) নির্মাণ কৌশল
- দেয়ালের সৌন্দর্য মণ্ডিত কাজের কৌশল
- ফর্মওয়ার্ক তৈরির কৌশল
আরও দেখুনঃ